বড়দিনে আনন্দমুখর বাংলাদেশ দল
রনি তালুকদারদের মিশন শুরু। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডে হারানোর হাসি এখনো লেগে আছে শান্তদের মুখে। নেপিয়ারে তাই অন্যরকম একটা আবহ টাইগারদের মাঝে। টিম ডিনারে যাওয়ার আগেও দেখা গেলো অম্য রকম বাংলাদেশকে। উৎফুল্ল বাংলাদেশ। সোমবার বড়দিনের ছুটির আমেজ বাংলাদেশ শিবিরে! সেই সুযোগটাই কাজে লাগালেন সবাই।
প্রথমবার কিউইদের তাদের মাঠে ওয়ানডে হারানোর পর এবার মিশন টি-টোয়েন্টি। একটা মাত্র ফরম্যাট, যেটাতে কিউইদের মাটিতে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। টাইগারদের যে মনোবল তাতে এবার সেটা হলেও অবাক হওয়ার কিছু নেই।
শুধু মাত্র ওয়ানডে স্কোয়াডের সদস্যরা, বিজয়-মুশফিক-রাকিবুল-তামিমরা দেশে ফিরেছেন আজই৷ বাকীদের মিশন এবার টি-টোয়েন্টিতে জয় নামক সোনার হরিণ পাওয়ার।
২০১০ থেকে ২০২২। এই ১২ বছরে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে নয়টা ম্যাচ খেলেছে টাইগাররা। সবগুলোতেই হার। বেশিরভাগই আবার বড় ব্যবধানে। এর আগে সেখানে তিনটা দ্বিপাক্ষিক সিরিজ আর একটা ট্রাইনেশন সিরিজে মুখোমুখি হয়েছিলো দুই দল। চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে কী সে আক্ষেপ মিটবে? ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজ শেষেও মুখে হাসি লেগে থাকবে তো?
বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৭ ডিসেম্বর (বুধবার) প্রথম টি-২০ ম্যাকলিন পার্ক, নেপিয়ার দুপুর ১২ টা ১০ মিনিট
২৯ ডিসেম্বর (শুক্রবার) দ্বিতীয় টি-২০ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই দুপুর ১২ টা ১০ মিনিট
৩১ ডিসেম্বর (রোববার) তৃতীয় টি-২০ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই সকাল ৬টা