বিশ্বকাপে নয়, ২০২৩ এর পুরোটাই তো খারাপ খেলেছি: সাকিব

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১৫ এএম | ২৬ ডিসেম্বর, ২০২৩

যে বছরটাকে সাকিব আল হাসান বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সেরা বছর হতে যাচ্ছে, সে বছরটাই দল শেষ করছে বিস্মরণযোগ্যভাবে। বিশ্বকাপে ১০ দলের মধ্যে অষ্টম হয়ে বিদায়। বিশ্বকাপের বছরে এর চেয়ে বাড়তি কোনো পরিসংখ্যানের তো প্রয়োজনই পড়ে না! তবে বিশ্বকাপের আগে পরেও যে বাংলাদেশ খুব একটা ভালো করেনি, সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন অধিনায়ক সাকিব। 

বিশ্বকাপ আর এশিয়া কাপ তখন দুয়ারে। ঠিক তখন নানা ঘটনার মধ্য দিয়ে সাকিব পেয়ে যান দলের নেতৃত্ব। এরপর সাকিবের বাংলাদেশ এশিয়া কাপে জিতেছে পাঁচ ম্যাচের দুটিতে। বিশ্বকাপেও সব মিলিয়ে তার অধীনে খেলা সাত ম্যাচের দুটিতে জয়।

হুট করে নেতৃত্ব পাওয়ায় কিছুটা অপ্রস্তুতই হয়ে পড়েছিলেন, জানালেন সাকিব। অধিনায়কত্বটা তার কাছে নতুন কিছু নয়, কিন্তু নিজের দর্শনটা দলে ছড়িয়ে দিতে তো সময় চাই, সাকিব সে সময়টা পেয়েছেন কোথায়?

তার কথা, ‘আমি আগেও অধিনায়কত্ব করেছি। অধিনায়কত্বটা আগে পেলে সহজ হতো। কারণ আমি তাহলে সবকিছু তৈরি করার সময় পেতাম, আর পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে (বিশ্বকাপে) যেতে পারতাম।’

বছরের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে। এরপর এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তানের বিপক্ষে ঘটনাবহুল সিরিজেও হার। সাকিব মনে করিয়ে দেন সে কথাও। 

বলেন, ‘অধিনায়ক হিসেবে যে সমস্যাটা হয়েছিল, তা হচ্ছে আমি যে দর্শনে বিশ্বাসী ছিলাম, যেভাবে খেলতে চেয়েছিলাম, সে অনুযায়ী দলটা পুরোপুরি তৈরি ছিল না। আপনি দেখেন, শুধু বিশ্বকাপে নয়, গোটা ২০২৩ সালেই কিন্তু আমাদের ওয়ানডে পারফর্ম্যান্সটা ভালো ছিল না।’

খেলার দুনিয়া | ফলো করুন :