পাকিস্তানের কোচিং প্যানেলে সাবেক বিশ্বজয়ী বোলার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৩৯ এএম | ২৬ ডিসেম্বর, ২০২৩

পাকিস্তানের কোচিং প্যানেলে আরও একটা পরিবর্তন এলো। ইয়াসির আরাফাত দলটির সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। হাই-পারফর্ম্যান্স কোচ হিসেবে তিনি যোগ দিচ্ছেন পাকিস্তান দলে। বর্তমান কোচ সাইমন হেলমটের জায়গায় নেওয়া হয়েছে তাকে। 

পাকিস্তান সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৯ সালে, টি-টোয়েন্টি ফরম্যাটে। ইংল্যান্ডের মাটিতে দলের সে অর্জনের অন্যতম সারথী ছিলেন ইয়াসির আরাফাত। কোচিং ক্যারিয়ারটাও তার বেশ অভিজ্ঞতায় পূর্ণ। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। 

ক্রিকইনফো জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড একেবারে শেষ সময়ে এসে তাকে কোচ করে পাঠানোর এই সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ডাউন আন্ডার সফরের শেষ অংশে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। জাতীয় দলের সঙ্গে অবশ্য তিনি কাজ করবেন আপাতত এই এক সিরিজেই। পাকিস্তান দলের সঙ্গে এখন কাজ করছেন হেলমট। পিসিবি সূত্র জানাচ্ছে, ব্যক্তিগত কারণে সরে যাচ্ছেন তিনি। 

মিকি আর্থার আর গ্র‍্যান্ট ব্র‍্যাডবার্নকে সরিয়ে মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর ও কোচ করে অস্ট্রেলিয়া সফরে দল পাঠানোর পর আরও একটা পরিবর্তন এলো পাকিস্তানে। আর্থার আর ব্র‍্যাডবার্ন এখনো অবশ্য কোচ আছেন পাকিস্তানের, তবে তারা দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি, এমনকি তাদের অন্য কোথাও দায়িত্বও দেয়নি পিসিবি। 

হাফিজকে কোচ করে আনার পরই উমর গুলকে ফাস্ট বোলিং কোচ, সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ, অ্যাডাম হলিওককে ব্যাটিং ও হেলমটকে হাই-পারফর্ম্যান্স কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের সবার নিয়োগই অবশ্য স্বল্পমেয়াদি৷ কারণ পিসিবির বর্তমান বোর্ড অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কাজ করছে। যার ফলে দীর্ঘমেয়াদি কোনো নিয়োগ দেওয়াই তাদের পক্ষে সম্ভব নয়। 



খেলার দুনিয়া | ফলো করুন :