এবার খাজার অভিনব প্রতিবাদ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:২৮ এএম | ২৬ ডিসেম্বর, ২০২৩

আইসিসি যেন রীতিমতো যুদ্ধই ঘোষণা করেছে উসমান খাজার সঙ্গে। তিনি যা করছেন, তাতেই বাধ সাধছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই আজ মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টে প্রতিবাদের অভিনব এক পন্থাই খুঁজে বের করেছেন উসমান খাজা। 

আজ থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে খাজা নেমেছেন জুতোয় তার দুই মেয়ে আয়শা আর আয়লার নাম লিখে। আপনার হয়তো মনে হতে পারে, দুই মেয়ের নাম লিখে খেলতে নেমেছেন খাজা, তাতে প্রতিবাদের কী আছে? 

তাহলে আপনার ফিরে যেতে হবে পার্থ টেস্টে। পাকিস্তানের বিপক্ষে সে টেস্টের আগে এমন বাধা পেয়ে খাজা বলেছিলেন, ‘হাজার হাজার নিরপরাধ শিশুর মৃত্যু যখন চোখে পড়ে, তখন ওই জায়গায় আমি আমার দুই মেয়েকে কল্পনা করি। ওরা যদি ওখানে থাকত তাহলে কী হতো?’

আইসিসির সঙ্গে খাজার এই যুদ্ধের শুরু সে টেস্ট শুরুর আগে। ফিলিস্তিনিদের সমর্থনে যুদ্ধবিরোধী ও মানবাধিকারের স্লোগানসংবলিত জুতা পরে সে টেস্ট খেলতে চেয়েছিলেন তিনি। তবে আইসিসি বারণ করায় সেটা পরে খেলতে পারেননি তিনি। লেখাগুলো মুছে দিয়ে খেলতে নামেন তিনি।

তবে প্রতিবাদটা থেমে থাকেনি। হাতে কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছিলেন তিনি। সে কারণে আইসিসির গঞ্জনার মুখেও পড়েছিলেন। খেলায় ‘রাজনীতি’ টেনে আনার ‘অপরাধে’ তাকে তিরস্কার করা হয়।

এরপর আজ থেকে শুরু হওয়া মেলবোর্ট টেস্টটায় জুতো আর ব্যাটে শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে নামতে চেয়েছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়াও ভেবেছিল, এখানে অন্তত কোনো উচ্চবাচ্য করবে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিন্তু বিধি বাম! আইসিসি বাধ সাধে এখানেও।

যার প্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘উজির (উসমান খাজা) সঙ্গে বসেছিলাম আমরা। চেয়েছিলাম এমন কিছু খুঁজে বের করতে চেয়েছিলাম আমরা, যা ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক হবে। তখন শান্তির প্রতীক পায়রার কথা ভাবনায় আসে আমাদের। তবে আইসিসি সম্ভবত আরও গভীরভাবে দেখছে বিষয়টাকে।’

এরপর খাজা গতকাল রাতে নিজের ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন। সেখানে তিনি তুলে ধরেন বিভিন্ন সময় অন্য খেলোয়াড়দের বিভিন্ন বার্তা নিয়ে মাঠে নামার দৃশ্য। সঙ্গে লিখে দেন, ‘বড়দিনের শুভেচ্ছা সবাইকে। কখনো কখনো আপনার হাসা ছাড়া উপায় থাকে না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বক্সিং ডেতে। #ইনকনসিসটেন্ট #ডাবলস্ট্যান্ডার্ডস’। 

এত সব ঘটনার পর তার দুই মেয়ের নাম জুতোয় লিখে মাঠে নামাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও।

খেলার দুনিয়া | ফলো করুন :