সৌম্য জানতো পুরো দেশ তার বিপক্ষে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:১৫ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৩

সৌম্য সরকার যখন দলে ঢুকেছেন, তখনো তার পারফর্ম্যান্সটা কথা বলছিল না তার পক্ষে। জাতীয় লিগে কিছু রান পেয়েছেন বটে, কিন্তু তা জাতীয় দলে আসার মতো যথেষ্ট ছিল কি না, তা নিয়েও ছিল প্রশ্ন। প্রথম ওয়ানডেতে যখন ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বিস্মরণযোগ্য একটা ম্যাচ খেললেন, তখন তো আরও বেশি প্রশ্ন উঠছিল। 

তবে সব প্রশ্নের তুবড়ি তিনি বন্ধ করে দিয়েছেন দ্বিতীয় ম্যাচে। স্মরণীয় এক ইনিংসে দিয়েছেন সব সমালোচনার জবাব। এখানেই শেষ নয়। শেষ ম্যাচে নিয়েছেন তিন উইকেটও। সব মিলিয়ে পারফর্ম করে তিনি নিজের প্রমাণ দিয়েছেন আরও একবার। 

এমন পারফর্ম্যান্সের পর কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসাও কুড়িয়েছেন সৌম্য। তিনি বলেন, ‘আমি বেশ খুশি সে যেভাবে পারফর্ম করেছে তাতে। আমরা জানতাম সে পারফর্ম করার ক্ষমতা রাখে।’ 

সৌম্য সরকারের সেরা রূপটা বাংলাদেশ দেখেছিল হাথুরুসিংহের অধীনেই। তার কাছ থেকে সেরাটা বের করে আনার রেসিপি তাই ভালোভাবেই জানেন হাথুরু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তাই জানালেন বাংলাদেশ কোচ। বললেন, ‘সে আমার অধীনে আগেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স দেখিয়েছে, সবাই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট… ফর্ম অনেক কিছুর ওপর নির্ভর করে, বিশেষ করে আপনার মগজে যা কিছু চলছে তার ওপর। যত বেশি আপনি আপনার ভূমিকা সম্পর্কে পরিষ্কার থাকবেন, যত বেশি আপনি আপনার পরিবেশে স্বস্তিতে থাকবেন, তত বেশি আপনি আপনার প্রতিভাকে কাজে লাগানোর দিকে এগিয়ে যাবেন।’ 

তবে তার এমন প্রত্যাবর্তনের পেছনে নিজের কৃতিত্ব নিতে নারাজ কোচ। হাথুরু বললেন, 'আমি না ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডের আগে এটা সৌম্যর জন্য ছিল 'হয় মারও  না হয় মরো' এটা প্রমাণ করে সে মানসিকভাবে কতটা শক্তিশালী। সে জানতো পুরো দেশ তার বিপক্ষে ছিল। সে যদি ব্যর্থ হতো তাহলে কি হতো সেটা আমরা জানি না। আমরা যে কাজটা ভালো করেছি সেটা হলো আমরা তাকে বিশ্বাস করেছি, তাকে আত্মবিশ্বাস যুগিয়েছি এবং পুরো দল তাকে সমর্থন দিয়েছে। তাতে মনে হয়ে সে ফর্ম ফিরে পায়।' 

এমন ছন্দে থাকা সৌম্য টি-টোয়েন্টিতেও ভালো করবেন, আশা হাথুরুর। তার কথা, ‘সে মানসিকভাবে খুব ভালো সময় কাটাচ্ছে এখন। টি-টোয়েন্টিতে ভালো না করার কোনো কারণই নেই তার।’

খেলার দুনিয়া | ফলো করুন :