টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এবাদতের

টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এবাদতের

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পান এবাদত হোসেন। সেই চোট সারাতে গত ২৮ আগস্ট লন্ডনে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। মাঝের সময়টাতে মিস করেছেন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর। এরপর জানা যায় আসন্ন বিপিএলেও দেখা যাবে না তাকে। আর এখন জানা যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার।

এবাদতের চোট নিয়ে সবশেষ এই আপডেট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নান্নু। বলেন, ‘মনে হয় এবাদতের শুরু করতে পরবর্তী মৌসুম লেগে যাবে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা দিয়ে হয়তো ফিরবে সে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’

অর্থাৎ যার মানে দাঁড়াচ্ছে বিপিএলের পর আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। কেননা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া বিশ্ব টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি বসবে আগামী বছরের জুন মাসে। যা চোটের কারণে মিস করতে হবে তাকে।

এর আগে শুরুর দিকে চোটে পড়ার পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করলেও বিশ্বকাপ খেলতে পারবেন তিনি। যা সামনে রেখে গত আগস্টে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয় তাকে। তবে শেষ পর্যন্ত সেই চোট এখনও সারিয়ে উঠতে পারেননি সময়ের অন্যতম সেরা এই বাংলাদেশি পেসার।

সম্পর্কিত খবর