বিশ্বকাপ প্রস্তুতির শুরু নেপিয়ার থেকে

বিশ্বকাপ প্রস্তুতির শুরু নেপিয়ার থেকে

নিউজিল্যান্ডের মাটিতে ৩, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ আর জিম্বাবুয়ের বিপক্ষে ৫, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ আছে বাকি আর মাত্র ১১টি। মাঝে বিপিএল আছে বটে, কিন্তু তা তো আর আন্তর্জাতিক ম্যাচের ঝাঁজ দিতে পারে না, তাই প্রস্তুতিটা শুরু করতে হচ্ছে এখনই। 

কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো সাফ বলেই দিলেন, এক চোখ এখন থেকেই থাকবে বিশ্বকাপে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে সিরিজ শুরুর আগে সিরিজ জিততে চেয়েছিলেন, টি-টোয়েন্টির শুরুর আগে তেমন কিছু বললেন না, জানালেন ‘ভালো খেলার প্রত্যয়’। তাই অভিপ্রায়টা অনেকটাই পরিষ্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই ভূমিকাগুলো সবাইকে বুঝিয়ে দেওয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলন থেকে ভেসে এল এমন সুরই। 

তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সেটা কাজে লাগিয়ে টি-টোয়েন্টি সিরিজেও ভালো কিছু চায় দল। শান্ত বললেন, ‘সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’

কোচ হাথুরু বললেন, ‘অবশ্যই এটা মানসিকভাবে আমাদের সাহায্য করবে। এমন ভালো একটা জয় যখন পাবেন, তখন আপনার ভালো লাগবে। সেটার পুনরাবৃত্তি চাইবেন আবারও, সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন। টি-টোয়েন্টিতে আমাদের বেশ আত্মবিশ্বাস দেবে ওই জয়টা।’

হাথুরু জানালেন, খেলোয়াড়দের ভূমিকা সম্পর্কে একটা জ্ঞান তাদের আছে। এবার সেটা ঝালিয়ে নেওয়ার পালা। বললেন, ‘কন্ডিশন আমাদের পরিকল্পনা অনেকটাই নিয়ন্ত্রণ করে। তবে আমাদের একটা চোখ বিশ্বকাপে থাকবে। সে বিশ্বকাপের জন্য আমাদের পরিকল্পনাটা ঠিক করে ফেলতে হবে। ১১ ম্যাচ আছে, বিপিএল আছে, যদিও এটা জাতীয় দল…আমরা আমাদের কম্বিনেশনটা পাওয়ার চেষ্টা করব, বিশ্বকাপে খেলোয়াড়দেরকে তাদের ভূমিকা বুঝিয়ে দিতে চাই।’

বিশ্বকাপের আর বাকি ছয় মাস। এই সময়ে বাংলাদেশ খেলবে ১১ ম্যাচ। বিশ্বকাপের জন্য একে ঠিক আদর্শ মনে হচ্ছে না কোচ হাথুরুর। তার ইঙ্গিতটা এমনই; তিনি বললেন, ‘এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমাদের হাতে ১১টা ম্যাচ আছে। আদর্শ হোক বা না হোক, আমাদের হাতে এই কিছু ম্যাচই আছে। এই সময়ের মধ্যে আমাদের পরিকল্পনা আর খেলোয়াড়দের ভূমিকাটা ঠিক করে নিতে হবে।’

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট আর ওয়ানডে জেতা হয়ে গেলেও এখানে টি-টোয়েন্টিতে এখনো জয় পায়নি বাংলাদেশ। শেষ ওয়ানডের আত্মবিশ্বাস এখানে টেনে এনে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটেও বাজিমাতের ভাবনা দলের। হাথুরু বললেন, ’এখানে আমরা একটা টি-টোয়েন্টিও জিতিনি। বিষয়টা ওয়ানডের মতোই, কিন্তু শেষ ম্যাচে আমরা জিতেছিলাম।’

সম্পর্কিত খবর