ফিরে দেখা, বক্সিং ডেতে ওয়ার্নের ৭০০ 

ফিরে দেখা, বক্সিং ডেতে ওয়ার্নের ৭০০ 

ক্রিকেট ইতিহাসে লেগ স্পিন। যেখানে সবার ওপরে যে নামটি সেটি প্রায় সবারই জানা। শেন ওয়ার্ন। ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে যিনি আছেন অজিদের ইতিহাসের সর্বোচ্চ এবং টেস্ট ক্রিকেটের দ্বিতীয় উইকেটশিকারি হিসেবে। 

লাল বলের ক্রিকেটে ৭০০-এর বেশি উইকেট নিয়েছেন কেবল দুইজন। ওয়ার্ন বাদে অন্য নামটি আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। যার উইকেট সংখ্যা পুরো ৮০০। তবে ইতিহাসের প্রথম কোনো বোলার হিসেবে ৭০০ উইকেট মাইলফলক ছুঁয়েছিলেন ওয়ার্ন, ২০০৬ সালের এই বক্সিং ডেতেই (বড়দিনের পরের দিন, ২৬ ডিসেম্বর)। উইকেটটি ছিলেন সাবেক ইংলিশ তারকা অ্যান্ড্রু স্ট্রাউসের। 

২০০৬ সালের চতুর্থ টেস্টের আগে ৬৯৯ উইকেট নিয়ে এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন ওয়ার্ন। বক্সিং ডের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮৯ হাজার ১৫৫ জন দর্শকের সামনে ইতিহাস গড়তে খুব একটা সময় নেন নি তিনি। ইংলিশদের প্রথম ইনিংসের ৪৭তম ওভারে সাক্ষী হয় সেই ইতিহাসের। ওভারের দ্বিতীয় বল অফ-স্ট্যাম্পের কিছুটা বাইরে পড়ে টার্ন নিয়ে সোজা মিডল স্ট্যাম্পে। যেন স্ট্রাউস কিছু বুঝে উঠার আগেই উল্লাসে মাতলেন ওয়ার্ন। এবং কমেন্টেটরের জোরালো চিৎকার, ‘উইকেট নম্বর সেভেন হান্ড্রেড।’ তৎকালে যেটি কেবলই ওয়ার্নের। 

সেই ইনিংসে আরও চারটি উইকেট নিয়েছিলেন তিনি। এবং সেটিই ছিল তার ৩৭তম এবং শেষ ফাইফার, কেননা অ্যাশেজের সেই পর্বের আগেই এই প্রয়াত কিংবদন্তি জানিয়েছেন এই সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন। সিরিজটি ৫-০ তে জিতেছিল স্বাগতিকরা। 

ক্রিকেটের এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত বছরের ৪ মার্চ। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। 

 

সম্পর্কিত খবর