ইনিংস লম্বা না হওয়ার আক্ষেপ নিয়ে দিন শেষ অজিদের
বক্সিং ডে টেস্টে মেলবোর্নে টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। চলতি সিরিজে দু’জনেই রয়েছেন আলোচনার তুঙ্গে। পার্থ টেস্টের আগে আলোচনা হয়েছে ওয়ার্নারকে নিয়ে। সেই অলোচনাটা এখন হচ্ছে খাজাকে নিয়ে। ফিলিস্তিনকে সমর্থন দিতে আইসিসির চোখ রাঙানো উপেক্ষা করেও অভিনব উপায়ে মাঠে নামছেন এই ওপেনার। তবে এসব ছাপিয়ে এদিন শুরু পেলেও লম্বা ইনিংস খেলতে পারেনি কোনো অজি ব্যাটার। বৃষ্টি বিঘ্নিত দিনে অজিদের প্রথম দিন শেষ হয়েছে ৩ উইকেট খরচায় ১৮৭ রানে।
এদিন ব্যাট হাতে শুরুটাও পেয়েছিলেন এই দুই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ৯০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখছিলেন দু’জনেই। তবে মধ্যাহ্নভোজের আগেই ঘটে বিপত্তি। আগা সালমানের বলে ফিরতে হয় ৩৮ রানে থাকা ওয়ার্নারকে। বিরতি শেষে মাঠে নেমে সুবিধা করতে পারেননি খাজাও। তাকে ফিরতে হয়েছে ৪২ রানে হাসান আলীর কাছে।
স্মিথকে নিয়ে হাল ধরেন মার্নাস লাবুশেন। তবে তাদের থামায় বৃষ্টি। লম্বা সময় বৃষ্টির পর মাঠে ফিরে ইনিংস লম্বা করতে পারেননি শুরু পাওয়া স্মিথও। তাকে ফিরতে হয়েছে আমের জামালের বলে ২৬ রান। করে। এরপর অবশ্য আর উইকেটে আঘাত আসতে দেননি লাবুশেন ও ট্র্যাভিস হেড। দু’জনে ৩৩ রানের জুটি গড়ে দিনটা শেষ করে এসেছেন।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোট ৬৬ ওভার। যেখানে মাত্র ২.৮৩ গড়ে ৩ উইকেট খরচায় ১৮৭ রান জমা করেছে অজিরা। আফসোস দারুণ শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেনি অজিদের কোনো ব্যাটার। তবে দ্বিতীয় দিনে নিশ্চয় সেই আক্ষেপ ঘুচিয়ে দিতে চাইবেন ৪৪ রানে থাকা লাবুশেন ও ৯ রানে থাকা হেড। দু’জনের ব্যাটেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে অজিরা।