নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত মুজিব
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌড়াত্বে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে জাতীয় দল। বছরব্যাপী হওয়া এসব টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছে তারকা সব ক্রিকেটাররা। তাতে জাতীয় দল খানিকটা অসুবিধায় পড়লেও মোটা দাগে লাভবান হচ্ছে ওই ব্যক্তি ক্রিকেটার। অল্প সময়ে আয় করছে কোটি কোটি টাকা। তবে সমস্যাটা হচ্ছে তখন, যখন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কথা বোর্ডকে জানাচ্ছে ক্রিকেটাররা।
আফগানিস্তানের তিন ক্রিকেটার মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকির ব্যাপারটিও সে রকম। আসন্ন ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে না থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চেয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই বিষয়টি সহজভাবে নেয়নি আফগান বোর্ড। আগামী দুই বছরের জন্য এই তিন ক্রিকেটারকে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় তারা। অর্থাৎ এই সময়ে দেশের ক্রিকেট ব্যতীত কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না এই তিন ক্রিকেটার।
বোর্ড যখন এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছে; তখনও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন মুজিব-উর-রহমান। খেলছেন বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসে। তবে ধারণা করা হচ্ছিল বোর্ডের এমন কঠোর সিদ্ধান্তের পর হয়তো দেশে ফিরে আসবেন তিনি। তবে সেটি হচ্ছে না। এক রকম বোর্ডের বিরুদ্ধে গিয়েই ফ্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন তিনি। এমন আভাসই মিলছে তার দল মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে।
মুজিবকে নিয়ে দেওয়া বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, মুজিবকে খেলানো যাবে না এমন কোনো বার্তা তাদের দেওয়া হয়নি। কাজেই পার্থ স্কোর্চার্সের বিপক্ষে রেনেগেডসের বিপক্ষে মাঠে নামবেন তিনি। খেলার কথা রয়েছে মৌসুমের বাকি ম্যাচগুলোতেও। আর এই সময়টাতে তাকে পূর্ণ সমর্থন দেবে ফ্র্যাঞ্চাইজিটি।
মুজিবকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির এমন বিবৃতি অবশ্য ভিন্ন ইঙ্গিতই দিচ্ছে। তবে কি বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন মুজিব। আর সেটি কি মেনে নেবে আফগান বোর্ড। নাকি তাদের সেই নিষেধাজ্ঞা আরও বাড়বে এই স্পিনারের ওপর। সেটাই এখন দেখার অপেক্ষা।