বিদায় বলার আগে নিজের বিকল্প ঠিক করে গেছেন ওয়ার্নার
পাকিস্তানের বিপক্ষে সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। নিজের প্রিয় মাঠ সিডনিতে ব্যাট-প্যাড তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ওপেনার। কিন্তু প্রশ্ন হলো দীর্ঘ এক যুগেরও বেশি সময় অজিদের সার্ভিস দেওয়া এই ওপেনারের বিকল্প হবেন কে? এমন ভাবনা যখন অজি নির্বাচকদের তখন তাদের কাজটা সহজ করে দিয়েছেন ওয়ার্নার। বিদায় বলার আগে জানিয়ে দিয়ে গেছেন নিজের যোগ্য উত্তরসূরি হবেন কে।
অজিদের হয়ে ১১১টি টেস্ট খেলা ওয়ার্নার জানিয়েছেন তার জায়গায় সঠিক বিকল্প হতে পারে মার্কাস হ্যারিস। জাতীয় দলে কখনোই থিতু হতে না পারলেও এই ৩১ বছর বয়সী ওপেনারের সকল যোগ্যতা আছে ওপেনিংয়ে অজিদের আস্থার নাম হয়ে উঠার। এমনটাই মনে করেন অভিজ্ঞ এই তারকা।
হ্যারিসকে নিয়ে ওয়ার্নার বলেন, ‘দেখুন এটা বলা কঠিন। আর এটা নির্বাচকদের ওপর নির্ভর করছে। তবে আমি মনে করি মার্কাস হ্যারিস সেই ব্যক্তি হতে পারেন। সে নিজেকে নিয়ে অনেক কাজ করেছে।’
২০১৮ সালে টেস্টে অজিদের হয়ে অভিষেক হওয়ার পর ১৪টি টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি নেই হ্যারিসের। গড় মাত্র ২৫। এরপরও তাকে নিয়ে আত্মবিশ্বাসী ওয়ার্নার। জানিয়েছেন নির্বাচকরা তার ওপর আস্থা রাখলে তিনি ফল এনে দেবেন। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৩১ বলে ১২৬ রান করা হ্যারিসকে নিয়ে ওয়ার্নার বলেন, ‘নির্বাচকরা যদি তার প্রতি তাদের আস্থা দেখায়, তাহলে আমি নিশ্চিত যে ভালো খেলবে।’