জয়ে ফেডারেশন কাপ শুরু কিংসের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পর ফেডারেশন কাপেও জয় দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে দলটি। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-২ গোলেও ড্র করেছে পুলিশ এফসি।
গত মৌসুমে এই ফেডারেশন কাপ না জেতায় ট্রেবল শিরোপা মিস করতে হয়েছে বসুন্ধরাকে। সেই আক্ষেপ ভুলিয়ে দিতে এবার শুরু থেকেই দাপট দেখাবে কিংস; ভাবা হচ্ছিল এমটিই। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রত্যাশিত শুরুটাও পেয়েছিল কিংস। ম্যাচের ১১ মিনিটেই প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলিয়ে গোল আদায় করে নিয়েছিল কিংস।
এরপর অবশ্য সেই অর্থে নামের সুবিচার করতে পারেনি কিংস। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা লুফে নিতে ব্যর্থ হয়েছে কিংস। বেশ কবার আক্রমণে গেলেও ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি বসুন্ধরা। পাল্টা আক্রমণে উঠেছে ফর্টিসও। তবে তাদের সেই আক্রমণে ছিল না যথেষ্ট গতি। স্বাভাবিকভাবেই তাই গোলটাও আসেনি। ম্যাচ হারতে হয় ১-০ গোলের ব্যবধানে।
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টানটান উত্তেজনার এক ম্যাচ দেখেছে সমর্থকরা। রহমতগঞ্জ ও পুলিশ এফসির মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। এ ম্যাচে পুলিশ এফসি দুই বার ম্যাচে লিড নিলেও তা ধরে রাখতে পারেনি। রহমতগঞ্জ তাদের রুখে দিয়েছে দক্ষতার সঙ্গে। আদায় করে নিয়েছে ১টি পয়েন্ট।
চলতি বছর ফেডারেশন কাপের আর কোনো ম্যাচ নেই। নতুন বছরের ১৬ জানুয়ারি ফের মাঠে গড়াবে ফেডারেশন কাপ। একইদিনে মাঠে নামবে আবাহনী ও মোহামেডান। আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে আর মোহামেডানের প্রতিপক্ষ চট্ট. আবাহনী।