বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাকিব
২০২৩ বিশ্বকাপটা নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাটিং যে হাল হয়েছে তাতে মনে করলেই ক্ষত বাড়বে। সাত ইনিংসে ১৮৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ইনিংসের আগে ছয় ইনিংসে মাত্র ১০৬ রান। নিঃসন্দেহে ব্যাট হাতে সাকিবের ক্যারিয়ারের সবচাইতে বাজে সময়। হঠাৎই এমন ছন্দপতনের রহস্য এবার উন্মোচন করলেন সাকিব নিজেই। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব শেয়ার করেন তার সমস্যার কথা।
সাকিব বলেন, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা মুই ম্যাচের জন্য না বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি। যখন আমি ভারতে ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্নিয়ায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ দিয়েছিল আর এটাও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানি না এটাই চোখের দৃষ্টি কমে আসার কারণ কিনা।’
তবে বিশ্বকাপের পর আবার উল্টো চিত্র। আমেরিকায় গিয়ে সাকিব যখন আবার পরীক্ষা-নিরীক্ষা করেন তখন আর আগের সমস্যা গুলো নতুন করে ধরা পড়েনি।
সাকিব বলেন, ‘বিশ্বকাপের পর যখন আমি আবার আমেরিকায় পরীক্ষা করাই, তখন কোনো সমস্যাই ছিল না। তখন আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।’
সাকিবের চোখের এই অবস্থা নিয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে? দীর্ঘমেয়াদি চাপ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, রক্তনালী সরু হয়ে আসে, তাতে রেটিনায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। চিকিৎসা শাস্ত্রে এর নাম হাই-পার-টেন-সিভ রেটিনো-প্যাথি। এর ফলে ডাবল ভিশন কিংবা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা তৈরি হতে পারে। সাকিব বিশ্বকাপের সময় পড়েছেন এই সমস্যাতেই।