অজিদের অল্পে থামিয়ে শুরুতেই চাপে পাকিস্তানও 

অজিদের অল্পে থামিয়ে শুরুতেই চাপে পাকিস্তানও 

 

বৃষ্টি বাধায় মেলবোর্ন টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে ৬৬ ওভারের। সেখানে সফরকারীদের হতশ্রী ফিল্ডিংয়ে একাধিক সুযোগ পেয়েও দিনের সংগ্রহ খুব একটা লম্বা করতে পারেনি অজিরা। ৩ উইকেট ১৮৭ রানে শেষ করে প্রথম দিনের খেলা। 

তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই পেস তাণ্ডব চালায় পাকিস্তানের বোলাররা। জামেল-আফ্রিদি-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে কেবল ১৩১ রান যোগ করে প্যাট কামিন্সের দল। মারনাস লাবুশেনের দলীয় সর্বোচ্চ ৬৩ এবং মিচেল মার্শের ৪১ রান বাদে স্কোরবোর্ডে তেমন কিছু যোগ করতে পারেননি বাকি ব্যাটাররা। এতে ৩১৮ রানে থামে অজিদের প্রথম ইনিংস। 

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। দলীয় ৩৪ রানের মাথায় লায়নের বলে ফেরেন ওপেনার ইমাম উল হক (১০)। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে শান মাসুদের দল। 

এর আগে প্রথম দিনে শুরুতেই অজিদের চাপ রাখতে পারতো পাকিস্তান। তবে একের পর এক ক্যাচ মিসে টা আর হয়ে উঠেনি শেষ পর্যন্ত। ডেভিড ওয়ার্নারের ৩৮, উসমান খাজার এবং লাবুশেনের অপরাজিত ৪৪ রানের ভরে ১৮৭ রানে দিন শেষ করে অজিরা। 

দ্বিতীয় দিনের শুরুতে সাত উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকদের এবার শুরু থেকে চেপে ধরে পেসাররা। নিয়মিত বিরতিতে তুলে নিতে থাকেন উইকেট। এতে ৯৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে অজিরা। 

আমের জামেল নেন সর্বোচ্চ তিন উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি, মীর হামজা ও হাসান আলী নেন দুটি করে। 

 

সম্পর্কিত খবর