প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
২০২৩ সালটা মোটাদাগে অসফলই বলা চলে। এখন যা হবে তাই পড়ে যাবে ‘ড্যামেজ কন্ট্রোলের’ খাতায়। সেই বছরের শেষ সিরিজটা শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
খেলাটা নেপিয়ারে। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছিল দল, সে উইকেটেই হবে আজকের খেলা। তাই দলও বেশ আত্মবিশ্বাসী ভালো কিছুর জন্যে।
তবে শেষ ওয়ানডে ম্যাচ থেকে একাদশে একাধিক পরিবর্তন আসবে আজ। ওপেনার এনামুল হক বিজয় ফিরে এসেছেন দেশে, তার জায়গায় একাদশে ঢুকবেন রনি তালুকদার। আর মুশফিকুর রহিমের জায়গায় একাদশে আসবেন শামীম হোসেন পাটোয়ারী।
ওয়ানডেতে সৌম্য সরকারকে তিন ম্যাচেই দেখা গেছে ওপেন করতে। আজও তিনিই দলের ইনিংসের গোড়াপত্তন করবেন। তার সঙ্গী হতে পারেন রনি তালুকদার। এরপর শান্ত আসবেন তিনে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ওয়ানডেতে লিটন দাসকে খেলানো হয়েছে চারে, টি-টোয়েন্টিতেও তাকে এই জায়গাতেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। এরপর তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে সাজানো হতে পারে দলের ব্যাটিং লাইন আপ।
বোলিংয়ে থাকবেন এক স্পিনার আর তিন পেসার। রিশাদ হোসেন তার ব্যাটিংয়ের কারণেও প্রশংসা কুড়িয়েছেন, সে কারণে টি-টোয়েন্টি ভাবনায় তিনি খানিকটা এগিয়েই থাকবেন। সঙ্গে থাকবেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব আর শরীফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।