টি-টোয়েন্টিতে অভিষেক তানজিম সাকিবের
নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হলো পেসার তানজিম হাসান সাকিবের। দীর্ঘ এক বছর পর এই ফরম্যাটে ফিরলেন সৌম্য সরকার।
সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে এই মাঠেই গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছিল শান্তরা। তাই আজও (বুধবার) টাইগাররা বেশ আত্মবিশ্বাসী ভালো কিছুর জন্যে।
নেপিয়ারেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এখানে বুধবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে তিন পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ছাড়াও থাকছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। এক বছর পর টি-টোয়েন্টি একাদশে ফিরলেন সৌম্য সরকার। যিনি কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন।
এবার টি-টোয়েন্টি অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। এই ফরম্যাটে বাংলাদেশের ৮৯তম ক্রিকেটার ২১ বছর বয়সী পেসার। একই ম্যাচ দিয়ে প্রায় ১৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামলেন শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ-
রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
এদিকে নিউজিল্যান্ড একাদশে জায়গা পাননি জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ড একাদশ-
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।