এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে কুপোকাত নিউজিল্যান্ড
একেই বলে স্বপ্নময় শুরু। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নেপিয়ারে লো-স্কোরের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতল ৫ উইকেটে। কিউইদের ১৩৪ রানের মামুলি সঞ্চয় বাংলাদেশ টপকে গেলে হিসেবি ব্যাটিংয়ে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের লিড এখন ১-০ তে।
নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। সিরিজের শেষ ওয়ানডেতে বোলাররা যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন সেটাই আরেকবার করে দেখালেন প্রথম টি-টোয়েন্টিতে। বোলারদের দাপুটে ম্যাচে লিটন দাসের অপরাজিত ৪২ রান জানান দিলো এমন উইকেটে ঠিক কোন কায়দায় ব্যাট করতে হয়।
নেপিয়ারের রহস্যময় উইকেটে টসে জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তকে শতভাগ সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। ম্যাচের চতুর্থ ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেও আরো দুই উইকেট। স্কোরবোর্ডে সঞ্চয় মাত্র ১ রান। এরই মধ্যেই নেই শুরুর ৩ উইকেট! ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা নিয়ে নিউজিল্যান্ডের শুরু। স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলামের শুরুর এই দুই ওভারে পরিষ্কার হয়ে যায় এটি বোলারদের ম্যাচ হতে যাচ্ছে। হলোও ঠিক তাই।
পুরো ম্যাচে বাংলাদেশের বোলাররা যে বোলিং করলেন তার কোনো জবাবই খুঁজেই পেল না নিউজিল্যান্ড। ১০ ওভারের মধ্যেই ৫০ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। একপ্রান্ত আঁকড়ে ধরে জেমস নিশাম শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেলেন বলেই স্কোরবোর্ডে তিন অংকের পুঁজি পেল নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেট জুটিতে নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনারের ৪১ রান যোগটাই নিউজিল্যান্ডকে এই ম্যাচে লড়াই করার মতো পুঁজি দিল।
শুরুর মতো শেষের বোলিংও দুরন্ত হলো বাংলাদেশের। শেষ ৬ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে বাংলাদেশ তুলে নিল ৪ উইকেট। তিন পেসারের মধ্যে শরিফুল ইসলাম সেরা পারফর্মার। ২৬ রানে ৩ উইকেট শিকার তার। স্পিনার মাহেদি হাসানের ৪ ওভারে খরচা মাত্র ১৪ রান। ডটবল ১৪টি। উইকেট ২টি। বোলিং কোটায় খেলা সব বোলার উইকেট পান।
টার্গেট মাত্র ১৩৫। শুরুর পাওয়ার প্লেতে ওপেনার রনি তালুকদার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারালেও লিটন দাসের ব্যাটে সামনে বাড়ে বাংলাদেশ। সৌম্য সরকার ও তাওহীদ হৃদয় উইকেটে জমে আউট হন। স্কোরবোর্ডে ১০০ রান জমা হওয়ার আগে ৫ ব্যাটসম্যান আউট হলেও দলকে নিরাপদে জয় এনে দেয় লিটন দাসের ৩৬ বলে হার না মানা ৪২ রান। সাত নম্বরে ব্যাট করতে নামা মাহেদি হাসান ব্যাট হাতেও ম্যাচটা স্মরণীয় করে রাখেন। তার ১ ছক্কা ও সমান সংখ্যক বাউন্ডারিতে ১৬ বলে অপরাজিত ১৯ রান বাংলাদেশকে ৫ উইকেটের জয় উপহার দেয়।
নিউজিল্যান্ডকে যে নিউজিল্যান্ডের মাটিতে হারানো যায়, সেই প্রমাণ আরেকবার দিলো নাজমুল হোসেন শান্তর এই দলটি। এবং বেশ দক্ষতার সঙ্গেই।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নিউজিল্যান্ড ১৩৪/৯ (নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিলনে ১৬*; মাহেদি ২/১৪, শরিফুল ৩/২৬, মুস্তাফিজ ২/১৫)
বাংলাদেশ: ১৩৭/৫ (লিটন ৪২*, শান্ত ১৯, সৌম্য ২২, মাহেদী ১৯*; সাউদি ১/১৬, স্যান্টনার ১/১৬)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শেখ মাহেদী