অজিদের অল্পতে আটকানোর পরও স্বস্তিতে নেই পাকিস্তান

  • নিউজরুম এডিটর
  • ০৪:০৯ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৩

বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৭ রান জমা করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে হাতে সাত উইকেট থাকার পরও প্রথম দিনের সেই সংগ্রহটাকে পর্যাপ্ত বড় করতে পারেনি অজিরা। পাকিস্তানের বোলিং তোপে অজিরা গুটিয়ে যায় মাত্র ৩১৮ রানে।

অজিদের প্রথম ইনিংসের জবাবটা ব্যাট হাতে ভালোই দিচ্ছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত অস্বস্তি নিয়েই দিন শেষ করতে হয়েছে তাদের। ভালো শুরুর পর দ্বিতীয় দিনে ১৯৪ রানে ৬ উইকেট খরচ করেছে দলটি। প্যাট কামিন্সের বোলিং তোপে সফরকারীরা এখনও পিছিয়ে ১২৪ রানে। তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন ২৯ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাটেই লিড পাওয়ার স্বপ্ন দেখছে পাকিস্তান।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেড এদিন টানতে পারেননি খুব একটা। ৬৩ রানে লাবুশেন ফেরার পর বাকি ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই করেছিলেন মিচেল মার্শ। তার ৪১ রান ব্যতীত বলার মতো রান পায়নি অজিদের কোনো ব্যাটার। আমের জামাল ও মীর হামজার বলে এদিন মাত্র ১৩১ রান যোগ করতে পেরেছে অজিরা। তবে অজিদের এই সংগ্রহটা আরও কম হতে পারত। যদি না অতিরিক্ত ৫২ রান খরচ করত পাকিস্তান।

জবাবে শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন ইমাম-উল-হক। ৩৪ রানে প্রথম সাফল্য পায় অজিরা। এরপর অবশ্য আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। শফিক ৬২ রানে ফেরার পর দ্রুতই ফিরেছেন বাবর আজম, মাসুদ ও সৌদ শাকিল। আঘা সালমানকেও ফিরতে হয়েছে দ্রুতই। তবে আমেরকে নিয়ে দিনটা শেষ করে এসেছেন রিজওয়ান। তিনি অপরাজিত আছেন ২৯ রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এখনও পিছিয়ে ১২৪ রানে।

খেলার দুনিয়া | ফলো করুন :