র্যাঙ্কিংয়ে সৌম্য-শরিফুল-শান্তর লম্বা লাফ
নিউজিল্যান্ডের মাটিতে এবারই প্রথমবারের মতো ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ না জিততে পারার আক্ষেপ থাকলেও ব্যাটে বলে নজর কেড়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। যার উপহারটাও এবার পেয়েছেন তারা। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলা সৌম্য র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫২ ধাপ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার ব্যাটারদের তালিকায় সেরা ১০০ এর ভেতরে ঢুকতে না পারলেও এক লাফে ৫২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১১১ নম্বরে।
বল হাতে সময়টা দারুণ কাটছে শরিফুল ইসলামের। তাসকিন-এবাদতের অভাব পূরণ করছেন এই তরুণ। হয়ে উঠছেন পেস আক্রমণে আস্থার নাম। তার নেতৃত্বেই নিউজিল্যান্ডে প্রথমবারের মতো ওয়ানডে জয় করে বাংলাদেশ। জয়ের ম্যাচে ৩ উইকেটসহ পুরো সিরিজে শরিফুল শিকার করেছেন ৬ উইকেট। যার সুবাদে ২৪ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৫ নম্বরে উঠে এসেছেন এই তরুণ।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তরও। ৯ ধাপ এগিয়ে ৪৯ তম স্থানে অবস্থান করছেন এই ব্যাটার। ওয়ানডেতে এ তালিকায় সবার ওপরে পাকিস্তানের বাবর আজম। এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। তার অবস্থান তালিকার ৩৩ নম্বরে। অবশ্য অলরাউন্ডারদের তালিকায় যথারীতি নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।