পাকিস্তানের ‘অতিরিক্ত’ রেকর্ড!
মেলবোর্ন টেস্টে বিচিত্র এক রেকর্ড গড়ল পাকিস্তান। অতিরিক্ত রানের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুই হাতে অতিরিক্ত রান বিলিয়েছেন পাকিস্তানের বোলাররা। তাতেই অন্যরকম এক রেকর্ডে নামে উঠে গেছে তাদের।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। অথচ দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। পাকিস্তান এই ইনিংসে অতিরিক্ত ৫২ রান দিয়েছে। লাল বলের ক্রিকেটে মেলবোর্নের মাঠে যা কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ।
তবে অস্ট্রেলিয়ার মাটিতে অতিরিক্ত রানের রেকর্ডের তালিকায় এটি দ্বিতীয়। ১৯৮৯ সালে অ্যাডিলেড ওভালে উইন্ডিজ বোলাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে দিয়েছিলেন ৫৮ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেছেন মারনাস লাবুশেন। এরপরই অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রানের অবদান অতিরিক্ত খাতের!