বিপিএল সামনে রেখে মিরপুরে মাহমুদউল্লাহর কঠোর অনুশীলন
চেহারায় বয়সের ছাপ। দৌড় দেখে বুঝার বাকী নেই শরীর আগের মতো একই উদ্যমে চলছে না। তবুও যে ফিট থাকতে হবে। ফেয়ার জন্যই ফিট থাকতে হবে। বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে হলেও।
তবে আপাতত রিয়াদের টার্গেট নিজেকে ফিট রাখা। কারণ সামনে যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। যেটার বাকী আর মাত্র বিশ দিন। কিন্তু রিয়াদ এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিঙ্গেল নিতে গিয়ে লাফ দিয়ে ডান কাঁধে চোট পান। যেটার কারণে মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। মাঠের বাইরে থাকতে হচ্ছে দুই মাসেরও বেশি সময় ধরে।
রিয়াদের এখন টার্গেট বিপিএল। খেলবেন পুরনো দল ফরচুন বরিশালেই। তবে চ্যালেঞ্জটা নতুন। উপেক্ষার পর বিশ্বকাপ দলে ফিরেই দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক। স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে এসেছে টি-টোয়েন্টি থেকে তো রিয়াদ অবসর নেননি, তাহলে কী তাতে সেই ফরম্যাটে বিবেচনা করা হবে? তার ওপর ছয় মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন কোচ এবং সিলেক্টররা রিয়াদকে মনিটর করছেন। অর্থাৎ রিয়াদের এখনো ফেরা সম্ভব টি-টোয়েন্টিতে৷ জায়গা করে নেওয়া সম্ভব বিশ্বকাপ স্কোয়াডেও। তবে তার আগে প্রমাণের মঞ্চ বিপিএল। তাই হয়তো রিয়াদের ফিট থাকার, ফিরে আসার এই লড়াই।