ড্রেকো ম্যালফয়ের পর ক্রিকেট দেখল বিরাট কোহলির জাদু
ড্রেকো ম্যালফয়। হ্যারি পটার সিরিজের অন্যতম বিখ্যাত অ্যান্টাগনিস্ট। ক্রিকেটের সঙ্গে তার কোনো লেনা দেনা নেই। কিন্তু এক ক্রিকেটারের সঙ্গে আছে। স্টুয়ার্ট ব্রড। চেহারার আকৃতি, চুলের দিক থেকে দুজনের মিল আছে বেশ। বল হাতে জাদু দেখিয়ে ‘অ্যান্টাগনিস্টের’ ভূমিকা পালন করেছেন বহু গল্পে। তাই তাকে ক্রিকেটের ড্রেকো ম্যালফয় বলে ডাকেন অনেকেই।
তবে গত অ্যাশেজে যা করেছিলেন, তাতে দুজনের মিলটা খুঁজে পাওয়া যাচ্ছিল আরও একভাবে। ডার্ক আর্টসের দিক থেকে। ব্রড সেবার জাদুটা দেখিয়েছিলেন অন্যভাবে। পর্দার ড্রেকোর কাজই ছিল ডার্ক আর্টসের সাহায্য নিয়ে হ্যারি পটারকে আটকানো। ব্রডও যেন তাই করলেন! ‘ডার্ক আর্ট’ কি না কে জানে? কিন্তু কাজটা করলো ঠিক তেমনই।
নিজের শেষ টেস্ট খেলছিলেন ব্রড। জয়ের কাছে ছিল ইংল্যান্ড। কিন্তু জয়টা ধরা দেই দেই করে দিচ্ছিল না শেষমেশ। একটা ওভারের শেষ বল করার আগে তিন স্টাম্পের ওপর থাকা দুটো বেলের জায়গা বদলে দেন ব্রড। পরের বলেই অস্ট্রেলিয়ার টড মারফির উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত সেই টেস্ট জেতে ইংল্যান্ড। বেলের সঙ্গে সে উইকেটের কোনো যোগ ছিল না, এরপরও কেন গেল উইকেটটা? তাও আবার বেলের জায়গা বদলে যাওয়ার পরই? এরপরই ড্রেকোর সঙ্গে তাকে নিয়ে ‘ডার্ক আর্টসের’ আলাপটা ভারী হয়!
এবার ক্রিকেট মাঠ দেখল আরও এক ‘জাদুবিদ্যার’ খেল। এবার তা দেখালেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের জুটি কিছুতেই ভাঙা যাচ্ছিল না। কাণ্ডটা করে বসলেন কোহলি। ভারত উইকেটের দেখা পেয়ে গেল একটু পরই।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটে টনি ডি’জর্জি ও ডিন এলগার উইকেটে জমে গিয়েছিলেন। সেই জুটি কেউ ভাঙতে পারছিলেন না। মধ্যাহ্নভোজের বিরতির পরে রান তোলার গতি আরও বাড়ে তাদের। এসব দেখে ২৮তম ওভারের শেষে জাদুর প্রথম অংশটা। কোহলি গিয়ে স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পের বেল বদলে দেন।
একটু পরেই দেখা মিলল জাদুর পরের অংশটার, ‘দ্য প্রেস্টিজের’। পরের ওভারের শেষ বলে যশপ্রীত বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি’জর্জি। নিজের পরের ওভারে আরও একটি উইকেট নেন বুমরাহ। এ বার কিগান পিটারসেনকে আউট করেন তিনি। জোড়া উইকেট পড়ার পরে বার বার বিরাটের সেই বেল বদলানোর কথা বলছিলেন ধারাভাষ্যকারেরা।
‘ড্রেকো ম্যালফয়’ স্টুয়ার্ট ব্রডের পর বিরাট কোহলি… দুই বিখ্যাত ক্রিকেটারের হাত ধরে দুবার ডার্ক আর্টের সফল মঞ্চায়ন দেখল ক্রিকেট। ভবিষ্যতে তাই এ বিষয়টা আরও বেশি জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা বেশি। পর্দার মতো ক্রিকেটেও ‘ডিফেন্স অ্যাগেইন্সট ডার্ক আর্টসের’ পাঠ নেওয়াটা সম্ভবত আবশ্যকই হয়ে যাচ্ছে!