আম্পায়ার লিফটে আটকে থাকায় খেলা শুরুতে বিলম্ব 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:০৪ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

অনেক কারণেই দেখা গেছে নির্ধারিত সময়ের দেরিতে খেলা শুরু হতে। বৃষ্টি ছাড়াও কারণগুলোর মধ্যে ছিল ভেজা আউটফিল্ড, স্টেডিয়ামে আলোক স্বল্পতা, সমর্থক দাঙ্গা থামানো, বা লজিস্টিক ইস্যু থেকেও হতে দেখা গেছে। সেই তালিকায় এটি এক নতুন সংযোজনই বটে! খেলা শুরু হতে দেরি হলো আম্পায়ার লিফটে আটকে পড়ায়। 

এমন ঘটনাটি ঘটেছে আজ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। সেখানে দ্বিতীয় সেশনের খেলা শুরুতে দেখা দেয় বিলম্বের। মাঠে দুই দলের খেলোয়াড়সহ নেমে পড়েছেন ফিল্ড আম্পায়াররা। তাহলে দেরিটা কোথায়? কারণ, ম্যাচের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ যে লিফটে আটকে। 

ততক্ষণে ফিল্ড আম্পায়াররা খেলোয়াড়দের জানিয়ে দিলেন খেলা শুরু হবে কিছুটা বিলম্বে। এবং রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে বসলেন তৃতীয় আম্পায়ারের কামরায়। এরপর শুরু হয় খেলা।

কিচ্ছুক্ষণ বাদেই অবশ্য লিফট জটিলতা কাটিয়ে নিজের দায়িত্বে বসেন ইলিংওয়ার্থ। তার কারণে থেমে আছে ম্যাচ। এ নিয়ে চিন্তা ছাপিয়ে কিছুটা মজাই পেয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ডট কম এএউয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা মিলল হাস্যোজ্জ্বল ইলিংওয়ার্থের। 

এদিকে খেলা শুরু হতে হচ্ছে বিলম্ব, ধারাভাষ্যের মাইক হাতে আর কতক্ষণ বসে থাকা যায়! এমন কিছু মনে করেই যেন ওয়াসিম আকরাম সময়টা কাটালেন ভিন্নভাবে। চার মিনিটে পরীক্ষা করে নিলেন কেমন তার হার্ট। অজি তারকা কিংবদন্তি শেন ওয়ার্ন গত বছর মারা গেছেন হৃদপিণ্ড জটিলতায়। তাকে স্মরণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হার্ট-হেলথ টেস্ট মেশিন বসিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে বিনামুল্যে পরখ করে নেয়া যাবে হৃদপিণ্ডের অবস্থা। 

মেলবোর্নে এই দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৬৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে ৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে ২৪১-এ। হাতে আছে চার উইকেট।

খেলার দুনিয়া | ফলো করুন :