মাশরাফির রেকর্ড ভেঙে দ্রুততম সেঞ্চুরিয়ান সোহান

  • নিউজরুম এডিটর
  • ০৫:২২ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

ঘরোয়া ক্রিকেটেও খুব একটা সমৃদ্ধ নয় তার ক্যারিয়ার। তবে ব্যাট হাতে বোলারদের ওপর তাণ্ডব চালাতে পারেন। পারেন বড় বড় শট খেলতে। যার মাধ্যমেই নিজের আলাদা একটি পরিচিতি তৈরি করেছেন হাবিবুর রহমান সোহান। এবার তো রীতিমতো রেকর্ড বইয়েও নাম লিখিয়ে বসলেন এই ২৪ বছর বয়সী তরুণ।

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সোহান। বিসিএলে ওয়ানডেতে ৪৯ বলে সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের এই ওপেনার। টপকে গেছেন মাশরাফি বিন মুর্তজার ৫০ বলে করা সেঞ্চুরিকে। এদিন সেঞ্চুরির পথে ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন সিরাজগঞ্জের এই তরুণ। তার এই অনবদ্য ইনিংসে মধ্যাঞ্চলের ২০২ রানের লক্ষ্য অনায়াসেই টপকে গেছে উত্তরাঞ্চল।

লিস্ট এ ক্রিকেটে সোহানের আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন মাশরাফি। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি। সেই রেকর্ডটি আজ নিজের করে নিয়েছেন সোহান।

অবশ্য পাওয়ার হিটিং সোহান অনেক আগে থেকেই আলোচনায় আছেন। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে প্রথমবার বিপিএলে মাঠে নেমেও যার প্রমাণ দিয়েছিলেন এই তরুণ। লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেছিলেন সোহান। সে সময় যার প্রশংসা করেছিল জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

চলতি বছর সোহান সেঞ্চুরি পেয়েছেন ডিপিএলেও। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপের হয়ে ৬৬ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সোহান। যেখানে ছিল ১৪টি চার ও ৬টি ছয়ের মার। যা প্রমাণ দেয় তার আক্রমণাত্মক ক্রিকেট খেলার সামর্থ্যের। নিশ্চিতভাবেই সোহানের এখন মনোযোগ থাকবে আসন্ন বিপিএলে। কেননা, সেখানে পারফর্ম করলেই যে মিলতে পারে জাতীয় দলের টিকিট।

খেলার দুনিয়া | ফলো করুন :