পান্তকে বোকা বানানো ‘প্রতারক ক্রিকেটার’ আটক

  • নিউজরুম এডিটর
  • ০৬:৫০ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

কখনো তিনি ক্রিকেটার কখনো বা পুলিশের এডিজিপি, এরকম বহু পরিচয় আছে তার; অর্থাৎ যখন যেখানে যেটা প্রয়োজন হয় আরকি। পোশাক আশাক দেখে বিশ্বাস না করেও উপায় নেই। চলেন দামি গাড়িতে; নিত্য নতুন সঙ্গী নিয়ে ঘুরে বেড়ান দেশ বিদেশের নামীদামী সব হোটেল রিসোর্টে। টাকা সে তো হাতের ময়লা। যত ইচ্ছে খরচ হোক সমস্যা নেই কোনো। বিল মিটান চেক বইয়ে। কিন্তু সমস্যা হয় চেক ভাঙাতে গিয়ে। ততক্ষণে তিনি পগারপার।

সম্প্রতি মৃণাঙ্ক সিং নামের এমনই এক প্রতারককে আটক করেছে দিল্লি পুলিশ। যার প্রতারণার ফাঁদে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলেছেন; এমন সব কথা বলে প্রথমে আস্থা অর্জন করেন পান্তের। এরপর বিলাসবহুল অলংকার ও ঘড়ি কেনাবেচার ব্যবসা করার কথা বলে পান্তের কাছ থেকে বুঝে নেন বেশ কিছু দামী গড়ি। অবশ্য সেই অর্থ তাৎক্ষণিকই পরিশোধ করে দেন মৃণাঙ্ক। পান্তকে বুঝিয়ে দেন প্রায় ১ কোটি ৬০ লাখ রুপির চেক। কিন্তু সেই চেকে টাকা থাকলে তো?

পরে এ বিষয়ে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে পান্ত। পরে জানা যায় এই একই ব্যক্তির প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকেই। যার জেরে মৃণাঙ্ককে গ্রেপ্তার করতে গত বছর থেকেই চেষ্টা চালিয়ে আসছে পুলিশ। পরিবারে খোঁজ নিলে তারা জানিয়ে দেন, মৃণাঙ্ককে আর নিজেদের ছেলে মনে করেন না তারা। এসময় নিত্য নতুন জায়গা পরিবর্তন করেছে মৃণাঙ্কা। পরিবর্তন করেছে ফোন। বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে জানা যায় সে অবস্থান করছে দুবাইয়ে। এক রকম হাল ছেড়েই দিয়েছিল পুলিশ।

অবশেষে গত সোমবার হংকংয়ে যাওয়ার পথে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে আটক করে। সেখান থেকে বাঁচতেও ধূর্ততার চূড়ান্ত দেখিয়েছেন মৃণাঙ্ক। তাকে ধরার জন্য যেন সাহসটুকু না দেখাতে পারে সে জন্য নিজের পরিচয় দেন কর্ণাটক পুলিশের এডিজিপি হিসেবে। অবশ্য এ দফায় আর শেষ রক্ষা হয়নি তার। তার ছবি ও তার বিরুদ্ধে সকল তথ্য আগে থেকে থাকায় খুব সহজেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃণাঙ্কের বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃণাঙ্ক দিল্লি বিশ্ববিদ্যালয় ও পরে রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ ডিগ্রি নেন। হরিয়ানার হয়ে ২০২১ সালে খেলেছেন রঞ্জী ট্রফিতে। তবে তার প্রধান কাজ ছিল প্রতারণা করা। মৃণাঙ্ক লোকজনকে বিভিন্ন সময় বলেছেন, তার বাবা আশির দশকে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন এবং এখন এয়ার ইন্ডিয়ায় কর্মরত। এছাড়াও তার ফোনে বিভিন্ন মডেলদের সঙ্গে ‘আপত্তিকর’ ছবিও পাওয়া গেছে।

খেলার দুনিয়া | ফলো করুন :