সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছেন পোথাস

  • নিউজরুম এডিটর
  • ০৮:০৭ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ যেন বদলে যাওয়া এক দলের নাম। দীর্ঘ সময় যেই টি-টোয়েন্টিতে একটা জয় মিলত কালেভদ্রে। প্রকাশে স্বীকার করা হতো; এই ফরম্যাটটিতে বাংলাদেশ সবচেয়ে দুর্বল। সেখানে সংক্ষিপ্ত এই ফরম্যাটটিতেই একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর পর এবার জয় এসেছে নিউজিল্যান্ডের মাটিতেও।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এখন স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। দ্বিতীয় ম্যাচের আগে সিরিজ জয়ের সেই প্রত্যয়ের কথায় আরও একবার শুনিয়ে গেলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। কোনো দল যখন সবশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৮টি তেই জয় পায় তখন সেই দলের কোচের কণ্ঠে তো আত্মবিশ্বাস থাকবেই।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন পোথাস বলেন, ‘এটাই সুবর্ণ সুযোগ বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের। ছেলেদের একই উদ্যম নিয়ে মাঠে নামতে হবে। কেননা, আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের বলটি ঠিক কী হবে তা কেউ জানে না। আমরাও তাই বর্তমান নিয়েই ভাবছি। তবে অবশ্যই সেরা ফলটাই পেতে চাই। তবে আমরা ভুলে যাচ্ছি না তারা বিশ্বের অন্যতম সেরা দল। চ্যালেঞ্জটা বেশ উপভোগ করছি আমরা।’

এবারই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে নেই বাংলাদেশের অভিজ্ঞ পাঁচ ক্রিকেটারের কেউ। অথচ দেখুন সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ ও তাসকিনদের অভাব বুঝতেই দিচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব গড়া অপেক্ষাকৃত তরুণ এই দলটি। আর এটাই যে ভবিষ্যতের বাংলাদেশ দল সেটিও সবাইকে মনে করিয়ে দিয়েছেন পোথাস। সঙ্গে অনুরোধ জানিয়েছেন আগামী ২-৩ বছর অপেক্ষা করার।

দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘আমরা কিন্তু তাদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছি। এটা বড় জয়। আর আমি নিশ্চিত এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর টানা খেলতে পারে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। কেননা, একজন ব্যাটার যখন ক্রিজে যায় তখন তার মাথায় এটা থাকে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ব্যাটিং করা অনেক কঠিন। এখানে একবারই আপনি সুযোগ পাবেন। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে কিন্তু সেটা না। এখানে একটাই চান্স। এ কারণেই আপনার স্কিল প্রয়োজন।’

খেলার দুনিয়া | ফলো করুন :