বাবররা ড্রেসিংরুমে ঘুমালেই ৫০০ ডলার জরিমানা!

  • নিউজরুম এডিটর
  • ০৯:৩০ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

ড্রেসিংরুমে খেলোয়াড়দের ঘুমিয়ে পড়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ব্যাটিং দলের ড্রেসিংরুমে কখনো কখনো নাক ডেকে ঘুমাতে দেখা যায় ক্রিকেটারদের। তবে এখন থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আর ড্রেসিং রুমে সুখের ঘুম দিতে পারবেন না। ঘুমন্ত অবস্থায় টিম ম্যানেজমেন্টের কাছে ধরা পড়লেই তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের জারি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এই নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের জাতীয় দলের পরিচালক মোহাম্মদ হাফিজের নেতৃত্বে টিম ম্যানেজমেন্ট এই এসওপি জারি করেছে। চলতি অস্ট্রেলিয়া সফর থেকেই এই আইন কার্যকর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম সূত্রে জানা গেছে, এখন থেকে পাকিস্তানের কোনো খেলোয়াড় ড্রেসিংরুমে ঘুমালে তাকে ৫০০ ডলার বা প্রায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হবে। আগের টিম ম্যানেজমেন্টগুলোর সময় ম্যাচ চলাকালে একাদশে না থাকা খেলোয়াড়রা প্রায়ই ড্রেসিংরুমে ঘুমাতেন। একাদশে এবং একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা যাতে ম্যাচে আরও মনোযোগী হন, সেজন্য এই নতুন আইন কার্যকর করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় নতুন এই নিয়মে খুশি নন। যদিও প্রকাশ্যে এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ। হাফিজের জারি করা নতুন এই আইন খেলোয়াড়দের পেশাদারত্ব বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ভিন্নমতও আছে। কেউ কেউ মনে করছেন খেলোয়াড়দের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে এই নিয়ম। তারা জাতীয় দলে বয়সভিত্তিক ক্রিকেটের মতো কড়াকড়ির বিরোধিতা করেছেন।

পাকিস্তানি খেলোয়াড়দের খাওয়া-ঘুম বরাবরই থাকে আলোচনার কেন্দ্রে। কখনো ম্যাচের মধ্যে সরফরাজ আহমেদের হাই তোলা, আবার কখনো খেলোয়াড়দের ম্যাচের আগে বিরিয়ানি দিয়ে ভুরিভোজ করা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার খোরাক হয়েছে।

খেলার দুনিয়া | ফলো করুন :