মেলবোর্ন টেস্ট জয়ে পাকিস্তানের সামনে ৩১৭ রানের লক্ষ্য
তৃতীয় দিনে অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতে দারুণ সুযোগ তৈরি করেছিলেন আফ্রিদি-হামজারা। এই দুই বাঁহাতি পেসারের তোপে ১৬ রানের ৮ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এতে মেলবোর্ন টেস্টে লক্ষ্যটা নাগালে রাখার সম্ভাবনা জাগায় পাকিস্তান। তবে ফের সেই হতশ্রী ফিল্ডিং, ব্যাটারদের একাধিক সুযোগ এবং হাতছাড়া নিজেদের সুযোগের।
মিচেল মার্শের ৯৬ এবং স্মিথের ৫০ রানের ভরে চাপ কাটিয়ে উঠে অজিরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে প্যাট কামিন্সের দল। ২৪১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারির ৫৩ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৬২। এতে পাকিস্তানের সামনে জয়ের জন্য দাঁড়ায় ৩১৭ রানের বিশাল লক্ষ্য।
বিশাল এই লক্ষ্য শুরুতেই আরও কঠিন করে ফেলল সফরকারীরা। দলীয় ৪৯ রানের মাথাতেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (৪) ও ইমাম-উল-হক (১২)। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে ২ উইকেটে ৬৮ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য এখনো দরকার ২৪৯ রান।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মারনাস লাবুশেনের ৬৩ এবং উসমান খাজার ৪২ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩১৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ থামে ২৬২-তে। সেখানে শফিক ৬২ এবং অধিনায়ক শান মাসুদ করেন ৫৪ রান।