লিটন আজ খেলবেন তো?
একটু খুঁত ছিল বৈকি। তবে লিটন দাস খেলেছিলেন শেষ পর্যন্ত হার না মানা এক ইনিংস। বাংলাদেশকে এনে দিয়েছিলেন নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়।
তবে ম্যাচের শেষ দিকে তার সঙ্গে যা হলো, তাতে তাকে নিয়ে শঙ্কাতেই পড়ে যেতে হচ্ছে। সে শঙ্কা আজও তাড়া করে ফিরছে দলকে। যে কারণে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আজ তাকে পাওয়া নিয়েও আছে সন্দেহ।
কী হয়েছিল সেদিন? নেপিয়ারে সে ম্যাচের শেষ দিকে একটা রান নিতে ঝাঁপিয়ে পড়ে ক্রিজে পৌঁছেছিলেন লিটন। যার ফলে তিনি ব্যথা পান হাঁটুতে। সে ম্যাচের বাকি অংশ হাঁটুতে ব্যথা নিয়েই খেলতে হয় তাকে।
রান নিতে অস্বস্তি হচ্ছিল তার। কিন্তু শেষতক দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই মাঠ ছেড়েছেন লিটন। তবে তার ব্যথাটা দূর হয়নি এখনো। গতকালও খোঁড়াতে দেখা গেছে তাকে। এমন পরিস্থিতি থাকলে আজ তার খেলার সম্ভাবনা অনেকটাই কম।
তিনি না খেললে বাংলাদেশকে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হবে এই জায়গায়। তার বদলে দলে ঢুকতে পারেন মেহেদি হাসান মিরাজ।
তবে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে উইকেটরক্ষক কে হবেন? মুশফিকুর রহিম টি-টোয়েন্টি খেলেন না, এনামুল হক বিজয়ও দেশে ফিরে গেছেন ওয়ানডে সিরিজ খেলেই। ফলে স্কোয়াডে এখন সবেধন নীলমণি উইকেটরক্ষক স্রেফ লিটনই। তিনিও যদি শেষমেশ না খেলতে পারেন, তাহলে উইকেটরক্ষণ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
বাংলাদেশ দলে অবশ্য এর কাছাকাছি একটা উত্তর আছে। রনি তালুকদারের উইকেটের পেছনে দাঁড়ানোর অভ্যাস আছে অল্পবিস্তর। চলতি বছর চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও এক ম্যাচের কিছু অংশে দাঁড়িয়েছিলেন উইকেটরক্ষণে। ফলে লিটন না খেললে আজ তাকে দেখা যেতে পারে উইকেটরক্ষকের ভূমিকায়।
এদিকে আগের ম্যাচে তানজিম হাসান সাকিব গেল ম্যাচে রান দিয়েছেন দেদারসে। তার জায়গাতেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে একাদশে ঢুকবেন হাসান মাহমুদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।