পাকিস্তানকে হারিয়ে সিরিজ অজিদের
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে পাকিস্তান ২৬৪ রানে থামলেও দ্বিতীয় ইনিংসে স্বপ্নের শুরু পেয়েছিল সফরকারীরা। ১৬ রানেই তুলে নিয়েছিল অজিদের চার ব্যাটারকে। সেই শুরুটা অবশ্য পরে আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। পাকিস্তানি বোলাররা সুযোগ তৈরি করলেও হতাশ করেছে ফিল্ডাররা। সুযোগ করে দিয়েছে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট ছুড়ার। সুযোগ লুফে নিয়ে দ্বিতীয় ইনিংসে অজিরা জমা করে ২৬২ রান। তাতে পাকিস্তানের লক্ষ্যটা গিয়ে ঠেকে ৩১৭ রানে। যা বেশ কঠিনই বটে।
লক্ষ্যটা কঠিন হলেও অধিনায়ক শান মাসুদ ও বাবার আজম উইকেটে জমে গিয়ে ভয় ধরাচ্ছিল। তবে বিপদ বাড়ার আগেই তাদের থামান কামিন্স। বোলিংয়ে অজি অধিনায়ককে সঙ্গ দেন মিচেল স্টার্কও। দুই অজির তোপে ইনিংস লম্বা করতে পারেনি পাকিস্তানের কোনো ব্যাটার। শেষ দিকে আঘা সালমানের লড়াই পণ্ড হয় বাকিদের অসহযোগিতায়। পাকিস্তানের ইনিংস থামে ২৩৭ রানে। নিশ্চিত হয় পাকিস্তানের ৭৯ রানের হার।
এর আগে চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১৮৭ রানে ব্যাট করা অজিদের এদিন যত দ্রুত থামানো উচিত ছিল; সেটা পারেনি পাকিস্তান। অ্যালেক্স ক্যারির ৫৩ ও বাকিদের ছোট ছোট ইনিংসে তিনশ পেরোনো টার্গেট পেয়ে যায় অজিরা।
সেই লক্ষ্যে পাকিস্তানের শুরুটা হয়নি ভালো। হতাশ করেন দুই ওপেনার শফিক ও ইমাম। এরপর বাবরকে নিয়ে মাসুদ খানিকটা আশা জাগিয়েছিলেন। তবে ফিফটির পর আর ইনিংস লম্বা করতে পারেননি মাসুদ। ৬০ রান করে ফিরেন মাসুদ। এরপর বাবর ফিরেন ৪১ রানে। উইকেটে থিতু হয়েছিলেন সৌদ শাকিল ও রিজওয়ান। তবে কেউই ইনিংস লম্বা করতে পারেননি। রিজওয়ানকে থামতে হয়েছে ৩৫ রানে। এরপরও সালমান উইকেটে থাকায় আশা ছিল। কেননা, লক্ষ্যটা অনেকটাই কমে এসেছিল ততক্ষণে।
তবে শেষ পর্যন্ত কোনো রকম সমর্থনই পাননি তিনি। টেলেন্ডারদের উইকেটে দাঁড়াতেই দেয়নি কামিন্স-স্টার্ক জুটি। শেষ চার ব্যাটার রানের খাতায় খুলতে পারেনি। শেষ পর্যন্ত সালমানকেও ফিরতে হয়েছে স্টার্কের কাছে। ৫০ রানে সালমান ফিরলে শেষ হয় পাকিস্তানের ইনিংস। নিশ্চিত হয় সিরিজ হার। ৭৯ রানের এ হারে তিন ম্যাচের সিরিজে এখন ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
অস্ট্রেলিয়া: ৩১৮ (লাবুশেন ৬৩, মার্শ ৪১; জামাল ৩/৬৪, হামজা ২/৫১)
পাকিস্তান: ২৬৪ (শফিক ৬২, মাসুদ ৫৪, রিজওয়ান ৪২; কামিন্স ৫/৪৮, লায়ন ৪/৭৩)
অস্ট্রেলিয়া: ২৬২ (স্মিথ ৫০, মার্শ ৯৬, ক্যারি ৫৩; আফ্রিদি ৪/৭৬, হামজা ৪/৩২)
পাকিস্তান: ২৩৭ (মাসুদ ৬০, বাবর ৪১, সালমান ৫০; কামিন্স ৫/৪৯, স্টার্ক ৪/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ৭৯ রানে জয়ী।