এই সিরিজ এখন কেবল নিউজিল্যান্ড হারতে পারে!

এই সিরিজ এখন কেবল নিউজিল্যান্ড হারতে পারে!

বাংলাদেশের আগের নিউজিল্যান্ড সফরগুলোর সময় একটা কথা মানুষের মুখে মুখে ফিরত - শিক্ষা সফর। নিউজিল্যান্ড সফরে গেলেই বাংলাদেশ সব ফরম্যাটে স্রেফ উড়ে যেত। জয় পাওয়া তো দূরের কথা, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা-ই বা বাংলাদেশ কয়বার গড়তে  পেরেছে বলুন তো! ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক ওই টেস্ট জয় বাদে কিউইদের কাছে বরাবর হারের গল্পই লিখেছে বাংলাদেশ। আশার কথা শুনিয়ে নিউজিল্যান্ড গিয়েও যখন সব ফরম্যাটে হেরে ফিরত দল, তখন দল সংশ্লিষ্টরা সফর থেকে শিক্ষা নিয়ে সেটা কাজে লাগানোর কথা বলতেন তারা। সেখান থেকেই ওই ‘শিক্ষা সফর’ খোঁচার শুরু!

কিন্তু এবার বদলে গেছে দৃশ্যপট। দুঃস্বপ্নের একটা বিশ্বকাপ কাটিয়ে যখন তলানিতে দলের আত্মবিশ্বাস, তখন ঘরের মাঠে কিউইদের টেস্টে হারের স্বাদ দিয়ে প্রথম চমক দেয় বাংলাদেশ। আর নিউজিল্যান্ডে  ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়ছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পেয়েছে কিউইদের মাটিতে ওয়ানডে জয়ের দেখা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজটা আগেই হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ।

তবে টি-টোয়েন্টিতে আপাতত এদিক দিয়ে নিশ্চিন্ত বাংলাদেশ। তিন ম্যাচের প্রথমটিতে আরেক ইতিহাস গড়া জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এখনো সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতেও যায় তবু  বাংলাদেশ অন্তত কিছুটা তৃপ্তি নিয়ে দেশে ফিরতে পারবে। এই প্রথম যে কিউইদের মাটিতে সাদা বলের কোনো সিরিজ ড্র করতে পারছে বাংলাদেশ।

লাল বলের ক্রিকেটে অবশ্য কিউইদের মাঠে সিরিজ না হারার কীর্তি আগেই গড়েছে বাংলাদেশ। ২০২২ সালে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে মাউন্ট মঙ্গানুইয়ে এবাদত-তাসকিনদের নৈপুণ্যে প্রথমবার কিউইদের টেস্ট হারের স্বাদ দেয় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে পরের টেস্টে বাংলাদেশ হারলেও সিরিজটা ড্র করে ফেলেছে দল। এবার টি-টোয়েন্টিতেও অন্তত ড্র নিয়ে ফেরা নিশ্চিত হলো বাংলাদেশের।

তবে বাংলাদেশ দল নিশ্চয়ই এই সমতা নিয়ে তৃপ্ত হবে না। যেভাবে সাদা বলের দুই ফরম্যাটে সৌম্য-শান্তরা পারফর্ম করেছেন, তাতে মাউন্ট মঙ্গানুইয়ে বছরের শেষ দিনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজটাকেই নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ।

সম্পর্কিত খবর