হারের পর আইসিসির শাস্তি পেল ভারত
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। সেঞ্চুরিয়ান টেস্টের আগে সেই আক্ষেপ ভোলানের অঙ্গিকার করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। সেঞ্চুরিয়ানে রীতিমতো লজ্জায় পড়তে হয়েছে সফরকারীদের। হারতে হয়েছে ইনিংস ও ৩২ রানে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে শেষটিতে জিতলেও আর সিরিজ জেতা হচ্ছে না ভারতের। এমন তিক্ত হারের পর আইসিসি থেকেও শাস্তি পেয়েছে ভারত। যা এই হারের ব্যথা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তো বাড়েইনি উল্টো তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সঙ্গে কেটে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফ্রি ১০ শতাংশ। শুক্রবার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ভারতকে এমন শাস্তি দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে স্লো ওভার রেটের কথা।
আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফিল্ডিংয়ে থাকা দল ওভার করতে ব্যর্থ হলে যত ওভার কম করে সেই অনুযায়ী প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফি এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট কেটে নেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকা ভারত টেস্টে নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে ছিল রোহিতের দল। যার শাস্তি হিসেবে দলটির দুই পয়েন্ট ও ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে হারের পর আইসিসির এই শাস্তি বেশ বিপদেই ফেলে দিয়েছে ভারতকে।
ইনিংস হারের পর দুই পয়েন্ট কাটায় এক ধক্কায় টেবিলের চূড়া থেকে ছয় নম্বরে নেমে যেতে হয়েছে ভারতকে। তিন টেস্ট শেষে ৩৮.৮৯ উইনিং পাসেন্টেস নিয়ে রোহিত শর্মার দলের অবস্থান ৬ নম্বরে। ভারতের ঠিক ওপরেই আছে পাকিস্তান ও বাংলাদেশ। টেবিলের প্রথম তিন দল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।