সিরিজ জিতেই দেশে ফিরতে চান রিশাদ
বৃষ্টিতে ভেস্তে গেছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি। বাংলাদেশের জন্য যা হতাশার। বৃষ্টি না হলে হয়তো আজই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ দল। কিউই ডেরায় লেখা হতে পারত নতুন ইতিহাস। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি বৃষ্টির বাগড়ায়। সেই আক্ষেপ ছিল পরিত্যক্ত হওয়া ম্যাচের অন্যতম সেরা বোলার রিশাদ হোসাইনের কণ্ঠেও। আক্ষেপ করবেন-ই-বা-না কেন। নিউজিল্যান্ডকে এমন চেপে ধরা যে সব সময় হয়ে উঠে না বাংলাদেশের।
খেলা বাতিল হওয়ার আগে ১১ ওভারে ৭২ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। শেষদিকে বোলিংয়ে কিউই ব্যাটারদের রীতিমতো নাস্তানাবুদ করছিলেন রিশাদ-শরিফুলরা। এদিন ৩ ওভারে রিশাদ খরচ করেছেন মাত্র ১০ রান। স্বপ্নের একটা দিন হতে পারত তার জন্য। তবে শেষ পর্যন্ত তাকে হতাশ হতে হয়েছে বৃষ্টির কাছে।
যার ওপর নিয়ন্ত্রণ নেই কারোরই। রিশাদও মেনে নিয়েছেন সেটা। তবে সিরিজ জয়ের লক্ষ্যের কথা ভুলে যাননি। আক্ষেপ দূর করতে চান পরের ম্যাচেই। দেশে ফিরতে চান কিউই ডেরায় বিজয়ের গল্প লিখেই।
রিশাদ বলেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। তবে আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে দেশে ফেরার। সুযোগ পেয়েছি, এখন চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’
আগামী ৩১ ডিসেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফরের ইতি টানবে বাংলাদেশ দল। তার আগে অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে জয়ের বৃত্ত পূরণ করা নাজমুল শান্ত এবার নিশ্চয় চাইবেন সেই বৃত্তটাকে সিরিজ জয়ে রূপান্তরিত করা। সেটি হলে খুশিই হবে বাংলাদেশি সমর্থকরা। কেননা, এটিই যে ভবিষ্যৎতের বাংলাদেশ দল।