লঙ্কানদের নতুন অধিনায়ক হাসারাঙ্গা

লঙ্কানদের নতুন অধিনায়ক হাসারাঙ্গা

সদ্য শেষ হওয়া আইপিএল নিলামে অলরাউন্ডার হাসারাঙ্গাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে পেয়ে অবাক হয়ে অট্টহাসি দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্য মারান। যেই হাসি বুঝিয়েছিল এই লঙ্কান অলরাউন্ডারের গুরুত্ব। গুরুত্বটা এবার উপলব্ধি করতে পেরেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আসন্ন ২০২৪ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে তারা।

ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের ভরাডুবির পর টি-টোয়েন্টিতে নেতৃত্ব হারিয়েছেন দাসুন শানাকা। তার জায়গায় আসন্ন জিম্বাবুয়ে সফর থেকেই টি-টোয়েন্টি নেতৃত্বে দেখা যাবে হাসারাঙ্গাকে। অবশ্য টেস্ট অধিনায়কের ভার থাকছে দিমুথ করুনারত্নের কাঁধেই।

সবশেষ এশিয়া কাপ ও বিশ্বকাপে হাসারাঙ্গার সার্ভিস পায়নি লঙ্কানরা। দেশকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়া হাসারাঙ্গা খেলতে পারেননি চোটের কারণে। যা বেশ ভুগিয়েছে লঙ্কানদের। তবে দুঃসহ সেই স্মৃতি ভুলে নতুন করে মাঠে নামতে চায় হাসারাঙ্গা। টেনে তুলতে চায় ডুবতে বসা লঙ্কানদের।

হাসারাঙ্গার ক্যারিয়ার দেখলে আশাবাদী না হয়েও উপায় নেই। এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টিতে ৯১ উইকেট তুলেছেন তিনি। সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে রান তুলেছেন ৫৩৩। যা প্রমাণ করে অলরাউন্ডার হিসেবে তার সামর্থ্যের। এখন নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করার অপেক্ষা তার।

সম্পর্কিত খবর