শীর্ষে থেকেই বছর শেষ হচ্ছে রোনালদোর 

শীর্ষে থেকেই বছর শেষ হচ্ছে রোনালদোর 

বয়স বিবেচনায় অনেকটা বুড়ো বনেই গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ কাতার বিশ্বকাপের পর তো সবাই তার শেষ ধরেই নিয়েছিলেন। তবে ফিটনেস আর ফুটবলের প্রতি প্রেমে যেন বয়সটাকে নিছক এক সংখ্যায় পরিণত করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফরোয়ার্ড। 

২০১৩, ২০১৪ ও ২০১৫। টানা তিন বছর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই তিন আসরে রিয়ালের হয়ে মোট ১৮৭টি গোল করেছিলেন রোনালদো। যার মধ্যে ২০১৩ সালে করেছিলেন ৬৯টি, যা এখন পর্যন্ত এক বছরে তার সর্বোচ্চ গোলসংখ্যা।

সাত বছর পর আবারও শীর্ষে রোনালদো। আল-নাসরের হয়ে চলতি বছরে ৫৩টি গোল করেছেন তিনি। এবং ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার  শীর্ষস্থানে থেকেই বছর শেষ করছেন এই তারকা। এতে রোনালদো পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের মতো গোল মেশিনদের।

কেইন ও এমবাপে সমান ৫২ গোল নিয়ে শেষ করছেন বছর। এবং হালান্ডের গোলসংখ্যা ৫০। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (শনিবার) রাতে শেফিল্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। চোটের কারণে এ ম্যাচেও হালান্ডে ছিটকে যাওয়ায় নিশ্চিত হয় রোনালদোর শীর্ষস্থান।

এদিকে আজ রাতে সৌদি প্রো লিগে ম্যাচ রয়েছে আল-নাসরের। সেখানে গোলের দেখা পেলে নিজেকে আরও ওপরে নিয়ে যাবেন রোনালদো। 

২০১১ সাল থেকে চলতি বছরের সমীকরণ নিয়ে পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতার শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন রোনালদো। অন্যদের মধ্যে এ সময়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি দুবার করে সর্বোচ্চ গোলদাতা হয়ে শেষ করেছেন বছর।

কাতার বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রোনালদো। যেখানে অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন সেখানে জেদটা যেন বেশ ভালোভাবেই পুষেছেন এই তারকা। এবং বুড়ো বয়সে এসেও তরুণ সব ফুটবলারদের ছাপিয়ে নিজেকে আরও একবার নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

সম্পর্কিত খবর