সিরিজ জয়ের কথা ভাবছে বাংলাদেশ

সিরিজ জয়ের কথা ভাবছে বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জয়। এরপরের ম্যাচটা ভেসে গেল বৃষ্টিতেই। যার ফলে তিন ম্যাচের এই সিরিজে এখন একটা দলই সিরিজ জিততে পারে, সেটা বাংলাদেশ। এমন সুযোগ হেলায় হারাতে চায় না দল। আগামীকাল শেষ ম্যাচে নামবে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে। 

তবে বাংলাদেশ মনোযোগটা রাখছে স্রেফ ম্যাচেই। সিরিজ জেতা বা অন্য কোনো ইতিহাস গড়াতে নয়। তা বোঝা গেল ব্যাটার তাওহিদ হৃদয়ের কথা থেকে। আজ মাউন্ট মঙ্গানুইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোয় আমাদের ভাবনা যা ছিল, এখনো তাই আছে। এটা আরেকটা সুযোগ। আমরা যে ধারায় আছি, ইন শা আল্লাহ সেটা কন্টিনিউ করব।’

দলের জন্য ধাক্কা হয়ে এসেছে লিটন দাসের চোট। প্রথম ম্যাচে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছিলেন তিনি। তবে হ্যামস্ট্রিং চোট তার সফরটাই শেষ করে দিয়েছে। শেষ ম্যাচেও তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। তার ক্ষতিটা কী করে পোষাবে বাংলাদেশ?

তাওহিদের ভাবনা, টি-টোয়েন্টি বলেই এই ঘাটতিটা ঢেকে ফেলার সুযোগটা বেশি। তার কথা, ‘দাদা ভালো একটা ফ্লোতে ছিল।চোট তো কারো হাতে নেই, জানি না ওনার কোনো আপডেট অতটুকু, হয়তো ফিজিও-কোচরা ভালো বলতে পারবে। যদি সে আমাদের দলে না-ও থাকে, তাহলেও আমাদের যা আছে, তা নিয়েই খেলতে হবে। টি-টোয়েন্টি দুই তিনজনের খেলা, যদি দুই তিনজন ভালো শুরু করতে পারে, তাহলে ইন শা আল্লাহ আমরা কাভার করে নিব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে নতুন দিনের শুরু হয়েছে বাংলাদেশে। সেটা ড্রেসিংরুমেরও বিশ্বাস। সে বিশ্বাসের বলেই তো এবারের নিউজিল্যান্ড সিরিজে এমন পারফর্ম্যান্স! তাওহিদ জানালেন, ভবিষ্যতে আরও আগ্রাসী বাংলাদেশের দেখাই মিলবে। 

তিনি বলেন, ‘বিশ্বকাপের পর দেশে টেস্ট জিতলাম। সবচেয়ে বড় অর্জন বলতে গেলে এখানে এসে ওয়ানডে জিতেছি, টি-টোয়েন্টিতে ভালো শুরু করেছি। আমরা সবাই বিশ্বাস করি যে এটা আমাদের শুরু। ভবিষ্যতে আমরা এর চেয়েও অনেক ভালো করব। ডমিনেট করে খেলব ইন শা আল্লাহ।’

সম্পর্কিত খবর