ভারত পাকিস্তান হেরে উপকার করল বাংলাদেশের

ভারত পাকিস্তান হেরে উপকার করল বাংলাদেশের

শ্রীলঙ্কা বাদে এশিয়ার শীর্ষ পর্যায়ের ক্রিকেট দলগুলোর সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, আর পাকিস্তান আছে ‘সেনা নেশন’ সফরে। বাংলাদেশ নিউজিল্যান্ডে, ভারত দক্ষিণ আফ্রিকায় আর পাকিস্তান আছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ বাদে বাকি দুই দলই আছে বেশ বিপদে। এক দিনের ব্যবধানে টেস্ট হেরেছে ভারত আর পাকিস্তান। 

ভারতের হারটা বেশি বেদনা দেবে তাদের ভক্তদের। সেঞ্চুরিয়ন টেস্টে যে তিন দিন না যেতেই ইনিংস ব্যবধানে হেরে বসেছে রোহিত শর্মার ভারত। এদিকে মেলবোর্নে চতুর্থ দিনে জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষমেশ হারতেই হয়েছে তাদের। যার কারণে দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেয়েছে ধাক্কা। সেটা উপকার করেছে বাংলাদেশের। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে মোটে দুটো। তার একটাতে জয়, একটাতে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ টেস্টটা খেলেছে আরও সপ্তাহ দুয়েক আগে। এরই মধ্যে ছিল পাকিস্তান-ভারতের খেলাগুলো। নিজ নিজ ম্যাচে দুই দল হেরে বসায় বাংলাদেশ না খেলেই এগিয়েছে দুই ধাপ। দলের অবস্থাহ্ন এখন পয়েন্ট তালিকার ৪ নম্বরে।

পাকিস্তান পাঁচ আর ভারত আছে ছয় নম্বরে। দুই দলের পয়েন্টই বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশের পয়েন্ট যেখানে ১২, সেখানে পাকিস্তানের পয়েন্ট ২২ আর ভারতের ১৪।

টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো দল জিতলে পায় ১২ পয়েন্ট। ড্র হলে ৪ পয়েন্ট পাওয়া যায়। হারলে ০ পয়েন্ট। তবে সব দল নির্ধারিত চক্রে সমান টেস্ট খেলতে পারে না বলে লিগের পয়েন্ট তালিকায় বিবেচনায় আসে শতকরা কত পয়েন্ট পেয়েছে দলগুলো, এ বিষয়টি। 

বাংলাদেশ ৫০ শতাংশ পয়েন্ট জিতেছে। পাকিস্তান জিতেছে ৪৫.৮৩ শতাংশ। ভারত ম্যাচ তো হেরেছেই, সঙ্গে পয়েন্টও কাটা গেছে ধীরগতির ওভার রেটের জন্য। ৩০ পয়েন্ট থেকে তাদের অর্জন ১৪ পয়েন্ট। শতকরা ৩৮.৮৯ পয়েন্ট অর্জন করেছে দলটি। এই হিসেবেই ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে চলে এসেছে বাংলাদেশ।

সম্পর্কিত খবর