খাজা থেকে করুনারত্নে, ২০২৩ এর সেরা ১০ টেস্ট ব্যাটার
চলতি বছরের ক্রিকেটে রাজার মতোই সময় পার করছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার পর রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। ব্যাটে-বলে দারুণ এক বছর শেষ করলো অজিরা।
ওয়ানডে বিশ্বকাপের বছর বিবেচনায় টেস্ট ম্যাচের সংখ্যা ২০২৩ সালে খানিকটা কমের কাতারে। সাদা বলের ক্রিকেটের পর লাল বলেও জয়জয়কার অজিদেরই। টেস্টে চলতি বছরে ব্যাট হাতে সবচেয়ে বেশি সংগ্রহকারীদের তালিকার শুরু চারজনই অজিদের। সেখানে ১৩ ম্যাচে ১২১০ রান নিয়ে শীর্ষে আছেন উসমান খাজা। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের রান বিবেচনায় সেরা দশ ব্যাতারদের তালিকা।
উসমান খাজা
বছরের শেষ দিকে জুতোনামা কাহিনী ছাপিয়ে চলতি বছরে টেস্টের সবচেয়ে সফল ব্যাটার উসমান খাজা। ১৩ ম্যাচে ২৪ ইনিংসে ব্যাট করে ৫২ দশমিক ৬০ গড়ে ১২১০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে আছে তিনটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটির মার। এবং এ বছর খেলছেন সর্বোচ্চ ১৯৫ রানের ব্যক্তিগত ইনিংস, যেটি তার টেস্ট ক্যারিয়ারেরও সর্বোচ্চ।
স্টিভ স্মিথ
২৪ ইনিংসে ৯২৯ রান নিয়ে তালিকার দুইয়ে আছেন আরেক অজি তারকা স্টিভ স্মিথ। সেখানে ৪২ দশমিক ২২ গড়ে পেয়েছেন তিনটি করে সেঞ্চুরি ও ফিফটির দেখা। সাদা বলের ক্রিকেটে সাদামাটা এক বছর কাটালেও লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন এই ডানহাতি ব্যাটার।
ট্রাভিস হেড
সাদা বলে ২০২৩ এর নায়ক। বিশ্বকাপ ফাইনালে তার সেঞ্চুরিতে ভর করেই নিজেদের ষষ্ঠ শিরোপার স্বাদ পায় অজিরা। এই বাঁহাতি ব্যাটার লাল বলের ক্রিকেটেও চলতি বছরে দেখিয়েছেন তার নৈপুণ্য। ১২ ম্যাচের ২৩ ইনিংসে ব্যাট করে করেছেন বছরের তৃতীয় সর্বোচ্চ ৩১৯ রান, যেখানে গড় ছিল ৪১ দশমিক ৭৭। পাঁচটি ফিফটি এবং একটি সেঞ্চুরির ইনিংসে ২০২৩ সাজিয়েছেন বিশ্বকাপ জয়ের এই নায়ক।
মারনাস লাবুশেন
যেন টেস্টে ব্যাটিং করার জন্যই তার আবির্ভাব। এই মারনাস লাবুশেন আছেন তালিকার চতুর্থ স্থানে। ২৫ ইনিংসে তার সংগ্রহ ৮০৩। ৩৫ ছুঁইছুঁই ব্যাটিং গড়ে একটি সেঞ্চুরি ছাড়াও পেয়েছেন চারটি ফিফটির দেখা।
জো রুট
২০২৩ সালের সেরা দশে ব্যাটিং গড় বিবেচনায় সবার ওপরে আছেন সাবেক ইংলিশ অধিনায়ক জো রুট। চলতি বছরে ৮ টেস্টের ১৪ ইনিংসেই করেছেন ৭৮৭ রান। যেখানে গড় ৬৫ এর ওপরে। রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচে থাকায় এই তারকা ব্যাটার দুটি সেঞ্চুরি ছাড়াও পেয়েছেন পাঁচটি ফিফটির দেখা।
হ্যারি ব্রুক
অজিদের পর সেরা দশে রাজত্ব ইংলিশদের। গত বছরেই টেস্টে অভিষেক হয় হ্যারি ব্রুকের। এই অল্প সময়েই বিশ্বের অন্যতম একাদশের নির্ভার এক নামে পরিণত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। চলতি বছরে টেস্ট খেলছেন ৮টি। সেখানে প্রায় ৫৪ ব্যাটিং গড়ে করেছেন ৭০৭ রান। টেস্টের কেবল দুই বছরের ক্যারিয়ারে সাতটি ফিফটিসহ চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রুক। যার মধ্যে চলতি বছরে ছিল একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি ইনিংস।
কেন উইলিয়ামসন
বছরের বেশিরভাগ সময় চোটাক্রান্ত অবস্থায় কাটিয়েছেন কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ওয়ানডে ম্যাচ একাধিক মিস করলেও টেস্ট খেলেছেন সবগুলোই। যেখানে ১৩ ইনিংসে করেন ৬৯৫ রান। প্রায় ৫৮ গড় নিয়ে চলতি বছরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই তারকা।
বিরাট কোহলি
সেরা দশে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। আট ম্যাচে তালিকার আটে থাকা এই তারকা ব্যাটারের মোট রান ৬৭১। ৫৬ গড় নিয়ে চলতি বছরে পেয়েছেন দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটির দেখা।
বেন ডাকেট
চলতি বছরে ৮ টেস্টে এই ইংলিশ ব্যাটারের সংগ্রহ ৬৫৪ রান। ৪৬ দশমিক ৭১ ব্যাটিং গড়, সঙ্গে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি তুলে শেষ করলেন বছর।
দিমুথ করুনারত্নে
লঙ্কানদের মধ্যে ২০২৩ সালে ব্যাট হাতে সবচেয়ে সফল দিমুথ করুনারত্নে। এবং লাল বলের ক্রিকেটে এশিয়ানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন এই বাঁহাতি ব্যাটার। ৬ ম্যাচের ১০ ইনিংসে ৬০ এর ওপর গড় নিয়ে করেছেন ৬০৮ রান। যেখানে পেয়েছেন একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটির দেখা।