ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে নাহিদা
ব্যাটে-বলে নিজেদের সেরা সময় পার করছেন বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে শেষ তিন মাসে ফর্মের তুঙ্গে ছিলেন জ্যোতি-নাহিদারা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন ছন্দে। সিরিজ না জিতলেও প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জেতে নিগার সুলতানা জ্যোতির দল।
চলতি বছরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা হক। এবং বোলিংয়ের গুরু দায়িত্বটা ছিল স্পিনার নাহিদা আক্তারের কাছে। এতে পুরস্কারও থেমেছে হাতেনাতে। এক সপ্তাহের ব্যবধানে আইসিসি র্যাঙ্কিংয়ে নিজেদের ক্যারিয়ারসেরা অবস্থান পান এই দুই ক্রিকেটার। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে আছেন ফারজানা, যা বাংলাদেশের মেয়েদের মধ্যে সর্বোচ্চ উন্নতি।
অন্যদিকে বল হাতে নিজের ক্যারিয়ারসেরা আইসিসি রেটিংয়ের পর প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার খেতাব জেতেন নাহিদা। এবার নিজের অর্জনে যোগ করলেন আরও এক মাত্রা। ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
চলতি বছরে ১১টি ওয়ানডেতে ২০ উইকেট পেয়েছেন নাহিদা। ক্রিকইনফোর সেরা একাদশে বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট কেবল অজি অ্যাশলি গার্ডনারের (২১)। সেই একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কিউই সোফি ডিভাইন।
পুরুষদের একাদশে আধিক্য বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স-আপ অস্ত্রেলিয়া-ভারত। সেখানে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশ (ক্রিকইনফো): চামারি আতাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, ন্যাট শাইভার-ব্রান্ট, ম্যারিজান কাপ, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাথারল্যান্ড, নাদিনে ডি ক্লার্ক, নাহিদা আক্তার, লিয়া তাহুহু।