হঠাৎ কেন নিজেদের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করছেন রাহানে-পুজারা?
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে নাকানি-চুবানি খেয়েছে ভারত। তিন দিনেই হেরেছে ম্যাচ, সেটাও আবার ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে। ম্যাচে দুই ইনিংসেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে কেএল রাহুলের ১০১ আর দ্বিতীয় ইনিংসে কোহলির ৭৬ রানে কোনোরকমে ব্যাটিং বিপর্যয় ঠেকিয়েছে তারা। এমন ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করা শুরু করেছেন দলের বাইরে থাকা আজিঙ্কা রাহানে-চেতেশ্বর পুজারারা।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম উইজডেন জানিয়েছে, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাহানে মুম্বাই ক্রিকেট এ্যাসোসিয়েশনের (এমসিএ) মাঠে নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন। তার দেখাদেখি শনিবার (৩০ ডিসেম্বর) পুজারাও নেটে অনুশীলনের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
দীর্ঘসময় টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ হলেও দলে নিজেদের জায়গা হারিয়েছেন রাহানে এবং পুজারা। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতের সর্বশেষ লাল বলের সিরিজে সহ-অধিনায়ক হিসেবে খেলেছিলেন রাহানে। তবে প্রোটিয়াদের বিপক্ষে তার জায়গা নিয়েছেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ পড়া পুজারার জায়গায় এখন খেলছেন যশস্বী জয়সোয়াল।
অনেকেই হঠাৎ রাহানে আর পুজারার ব্যাটিং ভিডিও পোস্ট করার অন্য মানে খুঁজছেন। তারা মনে করছেন, টেস্টে ভারতের ব্যাটিং দুরবস্থার সময় তারা টিম ম্যানেজমেন্টকে মনে করিয়ে দিতে চাইছেন যে, তারা এখনো দলের জন্য নিজেদের সেরাটা দিতে ঘাম ঝরাচ্ছেন। তারা এখনো দলের প্রয়োজনে ‘অ্যাভেইলেবল’।
অনুশীলনের এসব ভিডিও দেখে কোচ রাহুল দ্রাবিড় বা বোর্ড সাদা পোশাকের ক্রিকেটে তাদের আরেকটা সুযোগ দেবে কিনা, সেটা সময়ই বলে দেবে।