পূর্বাঞ্চলের ডাবল-স্বপ্ন নস্যাৎ করে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল
সপ্তাহকয়েক আগে প্রথমবার বিসিএলের টেস্ট সংস্করণ জিতেছিল পূর্বাঞ্চল। এবারও ওয়ানডে সংস্করণে ফাইনালে খেলতে নেমেছিল তারা, কিন্তু দিনশেষে হতাশ হতে হলো তাদের। ৪ উইকেটের জয় তুলে নিল উত্তরাঞ্চল।
শনিবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দু’দল। টসে জিতে পূর্বাঞ্চলকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল।
প্রথম ওভারেই একটি বাউন্ডারি মারার পর সাজঘরে ফেরেন ওপেনার সৈকত আলী। ৭ম ওভারে দলগত ৩৯ রানে আউট হন মাহমুদুল হাসান জয়ও। এদিন নিজেকে মেলে ধরেছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তার ৮৯ বলে ৭৩ রানের ইনিংসে নির্ভর করে রানের চাকা সচল রাখে পূর্বাঞ্চল।
তবে দলের হয়ে সেরা ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন শাহাদাত হোসেন দিপু। ব্যাটিং তান্ডবে তুলে নিয়েছেন সেঞ্চুরি, খেলেছেন ১২২ বলে ১১৩ রানের ঝোড়ো এক ইনিংস। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান তারই, ছিলেন অপরাজিত। তাকে সঙ্গ দিতে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। তবে থিতু হতে পারেননি এই অধিনায়ক।
নাসুমও ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। নাঈম হাসানকে সঙ্গে নিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষ করেন দিপু। ৬ উইকেট হারিয়ে উত্তরাঞ্চলকে ২৭৬ রানের লড়াকু টার্গেট ছুঁড়ে দেয় ইরফানের দল।
জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল উত্তরাঞ্চলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও হাবিবুর রহমান। তবে ৪র্থ ওভারে দলীয় ৩৩ এবং ব্যক্তিগত ১৭ রানে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন হাবিবুর।
অমিতকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার তামিম রানের চাকা সচল রেখে বেশ ভালোই এগোচ্ছিলেন। কিন্তু হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে নাঈমের ওভারে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি, ৪৩ রানে সাজঘরে ফেরেন।
প্রীতম কুমার ও তাইবুর রহমানের পঞ্চম উইকেট পার্টনারশিপে নির্ভর করে ম্যাচ নিজেদের দখলে রাখে উত্তরাঞ্চল। ২৪ রানে নাসুমের বলে বোল্ড হন তাইবুর, ৭৬ রানে রানআউট হন প্রীতম। তবে অধিনায়ক আকবর আলী ও নাহিদুল ইসলামের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পোঁছে যায় উত্তরাঞ্চল।
৫৩ রানে আকবর ও ১৩ রানে অপরাজিত থেকে ৪৩.৪ ওভারেই লক্ষ্য পূরণ করে উত্তরাঞ্চল। ৪ উইকেটের জয় তুলে নেয় আকবরদের দল। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিসিএলের ওয়ানডে ফরম্যাটের শিরোপা গেল উত্তরাঞ্চলে।