ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু কিউইদের
বিশ্বকাপ ক্রিকেট
এই ইংল্যান্ডের কাছেই সুপার ওভারের নাটকীয়তায় সবশেষ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। তাদের হারিয়েই নিজেদের বিশকাপ মিশন শুরু করল তারা। তাও আবার এভাবে। যেন দ্বিতীয় ইনিংস আগে থেকেই লেখা ছিল কিউইদের নামে। মাঠে নেমে সেটা কেবল উন্মোচন করলো এদিনের দুই সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। ২৮৩ রানের লক্ষ্য টপকে যায় ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখেই!
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে বাটলারের দল।
চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আগের আসরের রানার্স-আপ দলটি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইল ইয়াং ফেরেন কোনো রান করেই।
এরপরই শুরু হয় তাণ্ডব। ম্যাচে হয়ে যায় একপেশে, এক তরফা।