২০২৩ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট মিস করবে যাদের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪৩ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২৩

এই বছরটি আন্তর্জাতিক ক্রিকেটে জমজমাট ছিল কারণ ভক্তরা ১২ মাস ধরেই শ্বাসরুদ্ধকর ক্রিকেট খেলা দেখতে পেয়েছেন। মাঠের স্মরণীয় মুহুর্তগুলো দর্শকরা উপভোগ করেছেন। বেশ কয়েকজন খেলোয়াড়ই চলতি বছরে ঐতিহাসিক কিছু মাইলফলক অর্জন করেছেন। আবার অনেক ক্রিকেটার নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ভবিষ্যতের জন্য দলে তাদের স্থান নিশ্চিত করেছেন।

তবে এত আনন্দের মাঝেও লুকিয়ে থাকে বেদনা। কারণ প্রিয় খেলা ক্রিকেটকে এ বছরই বিদায় জানাচ্ছেন কয়েকজন তারকা খেলোয়াড়। ক্যারিয়ারে প্রাপ্তির ঝুলি ভর্তি করে শেষবারের মতো ব্যাট কিংবা বল হাতে মাঠে নামা হয়ে গেছে তাদের।

স্টুয়ার্ট ব্রডঃ
লন্ডনের ওভালে অ্যাশেজ ২০২৩-এর শেষ টেস্ট ম্যাচের তৃতীয় দিন ইংলিশ এই পেসার নিজের অবসরের ঘোষণা দেন। তিনি ১৬৭ ম্যাচে ২৭.৬৮ গড়ে এবং ২.৯৭ ইকোনমিতে ৬০৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়ে তার ক্যারিয়ার শেষ করেছেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ারের রূপকথার অবসান ঘটে যখন তিনি তার শেষ ম্যাচের শেষ দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

আলেক্স হেলসঃ
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলের হয়ে খেলার পর ২০২৩ সালের আগস্টে অবসরের ঘোষণা দেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে হেলসের শেষ স্মরণীয় পারফরম্যান্স ছিল টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৮৬  রান করা।

সুনীল নারিনঃ
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন স্পিনার সুনীল নারিন সর্বশেষ ২০১৯ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৫টি উইকেট শিকার করেছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার। নারিন ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন এবং আইপিএল ইতিহাসের শীর্ষ দশ উইকেট শিকারীদের মধ্যেও নিজের স্থান করে নিয়েছেন। জাতীয় দলের জার্সিতে আর মাঠে না নামলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইসি লিগে দেখা যাবে তাকে।

মেগ ল্যানিংঃ
অস্ট্রেলিয়ার কিংবদন্তি নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ল্যানিং তার নয় বছরের দীর্ঘ অধিনায়কত্বকালে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ সহ পাঁচটি আইসিসি শিরোপা জিতেছেন। সুতরাং, তিনি পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ম্যাচে ৮৩৫২ রান করে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন এই অজি ক্রিকেটার।

কুইন্টন ডি ককঃ
২০২৩ বিশ্বকাপের ব্যাট হাতে তিনি দেখিয়েছেন নিজের নৈপুণ্য। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কুইন্টন ডি কককে তার শেষ ওয়ানডে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে দেখেছে বিশ্ব। গেল বিশ্বকাপের দশটি ম্যাচে ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারে ১৫৫ ইনিংসে ৪৫.৭৪ গড়ে ৬৭৭০ রান করে অবসর নেন এবং তার নামের পাশে ২১টি সেঞ্চুরিও রয়েছে। টেস্ট থেকেও অবসর নেওয়া এই উইকেটরক্ষককে কেবল মাত্র তার দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যেতে পারে।

খেলার দুনিয়া | ফলো করুন :