বিশ্বকাপের আগ মুহূর্তে বোলিং কোচে পরিবর্তন আনল পাকিস্তান
২০২৪ সালের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে হওয়া ১৬ দলের এই আসরটি বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। যা সামনে রেখে প্রস্তুতি সারছে দলগুলো। সেই প্রস্তুতিতে খানিকটা ধাক্কায় খেয়েছে পাকিস্তান। শেষ মুহূর্তে পারিবারিক কারণে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছেন বোলিং কোচ রেহান রিয়াজ। তার জায়গায় অবশ্য এরইমধ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে পিসিবি।
রেহান রিয়াজের অধীনে অবশ্য বেশ ভালোই করছিল পাকিস্তান যুব দল। সবশেষ এশিয়া কাপেও দলটি ভারতকে হারিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত সেমিফাইনালে আরব আমিরাতের কাছে হারতে হয়েছে তাদের। তবে টুর্নামেন্টে দারুণ বোলিং করেছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে হারই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।
রেহানের বিশ্বকাপ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। সঙ্গে জানানো হয়েছে নতুন কোচের নাম। যেখানে তারা কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সাবেক তারকা পেসার জুনায়েদ খানকে।
বাঁহাতি এ পেসার অবশ্য আগেই কোচিং করিয়েছেন। ইসলামাবাদ অঞ্চলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে দলকে জিতিয়েছেন হানিফ মোহাম্মদ ট্রফি ও হানিফ মোহাম্মদ কাপ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছেন ১০৭টি ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ১৮৯টি।