‘২০২৪ সালেই মাঠে ফিরে আসবেন পান্ত’
২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক এক সড়ক দূর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারত জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়েছে তাকে। বর্তমানে তিনি তার পূনর্বাসন প্রক্রিয়া শেষে আবারও মাঠে ফিরতে প্রস্তুত।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার নাসের হুসেইন মনে করেন যে, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থেকে চিকিৎসা নেওয়া শেষে পান্ত এখন মাঠে ফিরতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
আইসিসিকে নাসের জানান, ‘আমার ফোনে আপনি দেখতে পাবেন জিমের ছবি, ঠিক তার পরেই পান্তের কিছু ভিডিও যেখানে সে মাঠে প্র্যাকটিস করছে। তার সঙ্গে রিকি পন্টিংও আছেন। অ্যাশেজ চলাকালীন পন্টিং পান্তকে জিজ্ঞেস করেছিল যে তার অবস্থা এখন কেমন।‘
পান্তের পরিবর্তে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন কে এল রাহুল, যিনিও খুব ভালো মানের একজন খেলোয়াড় বলে মনে করেন নাসের। তিনি বলেন, ‘তাদের দুইজনকে পেয়েই ভারত খুব ভাগ্যবান। তবে আমি মনে করি পান্ত শীঘ্রই মাঠে ফিরবেন।‘
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পান্তকে আবারও মাঠে ব্যাট হাতে নামতে দেখা যাবে এমনটাই আশা করেন তার সমর্থকরা।