সমালোচকদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক ওয়ার্নার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪৪ এএম | ০১ জানুয়ারি, ২০২৪

টেস্টের পর ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ার জুড়ে তার রয়েছে অগণিত প্রাপ্তি আর সাফল্য। কিন্তু দলের প্রতি এত অবদান রাখার পরও তাকে নিয়ে নিন্দুকেরা চালিয়া যান আলোচনা-সমালোচনা। এবার তাদের উদ্দেশ্যে মুখ খুললেন এই অজি ব্যাটার।

ওয়ার্নারের মতে তার যোগ্যতা বোঝার মতো ক্ষমতা সবার নেই, এ কারণেই তাকে নিয়ে অহেতুক সমালোচনাকারীদের তার সঙ্গে বসে এক বেলা বিয়ার খাওয়ার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যাতে তারা কেবল টিভিতে যেই ওয়ার্নারকে দেখতে দেখেন তাকে নয়, বরং বাস্তব জীবনের ওয়ার্নারকে জানতে পারে।

সোশ্যাল মিডিয়ায় এমন লোকদের কাছ থেকে তিনি গালি হজম করেছেন যাদের সাথে তার বাস্তব জীবনে দেখাও হয়নি। প্রাক্তন কিছু সতীর্থরা সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নিন্দা করেছে। একজন প্রাক্তন নির্বাচক তো সম্প্রতি পরামর্শ দিয়েছেন যে, ওয়ার্নারের পরিবর্তে কাকে নেওয়া উচিত সে সম্পর্কে ওয়ার্নারের পরামর্শ দেওয়া উচিত নয়।

ওয়ার্নার এই আলোচনা-সমালোচনাগুলোর সবই দেখেছেন এবং শুনেছেন। তিনি অবসর নেওয়ার পরে তার সাথে দ্বন্দ্ব রয়েছে এমন যে কাউকে মদ্যপানের জন্য তার সঙ্গে বসতে তিনি স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যে চলতি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন, কারণ সমালোচকরাই বলেছিল যে তিনি টেস্ট খেলার জন্য উপযুক্ত নন।

তিনি বলেন, ‘দুই ধরনের মানুষ রয়েছে। একদল কীবোর্ডের পিছনে লুকিয়ে থাকে এবং আরেকদল বাস্তব জীবনের এমন কিছু মানুষ যারা আপনার সাথে বসে, বিয়ার পান করে এবং আপনাকে বাস্তবে চিনতে পারে। তারাই প্রকৃত মানুষ যারা আসলে আপনাকে সমর্থন করে।‘

তিনি আরও বলেন, ‘যারা আমকে নিয়ে আজেবাজে বলেছে আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে জানাচ্ছি, আসুন আমার সঙ্গে এক বেলা আড্ডা দিয়ে যান। কয়েক বছর আগেও আমার সম্পর্কে আপনাদের যে ভুল ধারণা ছিল তা দূর হয়ে যাবে।‘

খেলার দুনিয়া | ফলো করুন :