যুব বিশ্বকাপের ১৫ স্বপ্ন সারথি যারা

  • নিউজরুম এডিটর
  • ১২:৫৯ পিএম | ০১ জানুয়ারি, ২০২৪

কদিন আগেই ব্যর্থ একটা বিশ্বকাপ শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। যদিও দলটিকে নিয়ে সে অর্থে বড় কোনো স্বপ্ন ছিল না বাংলাদেশি সমর্থকদের। তবে ছোটদের বেলায় সেটি নয়। অনূর্ধ্ব-১৯ দলটাকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্নই দেখে ক্রিকেট সমর্থকরা। দেখবেই বা না কেন কদিন আগেই যে এশিয়া কাপ জিতে এসেছে দলটি। ইতিহাস আছে যুব বিশ্বকাপ জয়েরও।

চলতি মাসেই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে ফরম্যাটে হওয়া ১৬ দলের এই আসরটি বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। যা সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্ট্যান্ডবাই হিসেবেও রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। যারা আসন্ন বিশ্বকাপে হবেন বাংলাদেশের স্বপ্ন সারথি।

ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের পাওয়া সবচেয়ে বড় সাফল্যটা এসেছে এই যুব বিশ্বকাপেই। ১৯৮৮ সালে যুব বিশ্বকাপ শুরুর পর বাংলাদেশ এই টুর্নামেন্টে প্রমথ শিরোপার স্বাদ পায় ২০২০ সালে সে বার দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে আরেকটি আসর। যেখানেই শিরোপাতেই চোখ রাখছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ স্কোয়াড: আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আসরাফুজ্জামান বর্ষণ, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াাসি সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই ক্রিকেটার: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ ও একান্ত শেখ।

খেলার দুনিয়া | ফলো করুন :