২০২৪ সালে যেই টুর্নামেন্টগুলোতে চোখ রাখতেই হচ্ছে
ক্রীড়াঙ্গনে ব্যস্ত একটা বছর গেছে ২০২৩ সালটা। মাঠে গড়িয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপসহ বেশ কিছু বড় টুর্নামেন্ট। ফুরসত নেই ২০২৪ সালেও। ক্রিকেট-ফুটবলে ঠাসা সূচি এবছরও। তবে সে সব ছাপিয়ে নিশ্চয় বড় বড় আসরগুলোতে চোখ থাকবে ক্রীড়া-প্রেমীদের। চোখ থাকবে ব্যক্তিগত পারফরম্যান্সেও। তবে মূল লড়াইটা হবে শিরোপা নির্ধারণী মঞ্চে; যেখানে নিজের প্রিয় দলকে শিরোপা হাতে দেখতে চাইবে দলটির সমর্থকরা।
চলতি বছরও সেরকম বেশকিছু বড় টুর্নামেন্ট রয়েছে; নিশ্চিতভাবেই যেগুলো থাকবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
বছরের শুরুতেই বাংলাদেশের ক্রিকেট-প্রেমীরা মাতবে চার-ছক্কার জমজমাট লড়াই বিপিএলে। যা মাঠে গড়াবে আগামী ১৯ জানুয়ারি এবং শেষ হবে আগামী ১ মার্চ। বিপিএল শেষ হতে না হতেই এর পর ওই মাসেই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর আইপিএল। যা চলবে মে মাস পর্যন্ত।
জুনে হবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা মূলক আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। নিশ্চিতভাবেই যেখানে চোখ থাকবে ফুটবল প্রেমীদের। ঠিক একই মাসে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দলের এই আসরটি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। বাংলাদেশি ক্রিকেট ভক্তরা নিশ্চিতভাবেই দারুণ কিছুর প্রত্যাশা করছে তাদের প্রিয় দলকে নিয়ে।
একই মাসে ফুটবলের অরও দুটি মেগা আসর অনুষ্ঠিত হবে। ইউরোপীয় দলগুলোকে নিয়ে আগামী ১৪ জুন শুরু হবে ইউরো। যা চলবে পরের মাসের জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত। প্রায় কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াবে ল্যাটিন লঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। যেটিরও ফাইনাল হওয়ার কথা ইউরো ফাইনালের দিন। অর্থাৎ ১৪ জুলাই। দিনটি তাই ফুটবল প্রেমীদের কাছে স্মরণীয় এক দিনই হতে চলেছে।
ফুটবলের এই দুই অঞ্চলের লড়াই শেষে ক্রীড়া-প্রেমীদের চোখ রাখতে হবে ২৬ জুলাই শুরু হওয়া অলিম্পিক গেমসে।
এই আসরের পর আগামী ডিসেম্বর পর্যন্ত ক্রিকেট-ফুটবলে বড় কোনো আসর না থাকলেও পুরো সময়টাতে রয়েছে ক্রিকেটের অসংখ্য বড় বড় সিরিজ ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। ক্রিকেট ও ফুটবল দুই বিভাগেই ম্যাচ আছে বাংলাদেশেরও। তাই বড় টুর্নামেন্ট না থাকলেও টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকার খুব বেশি সময় পাবে না ক্রীড়া-প্রেমীরা।