ফ্রিতে তাসকিন-শরিফুলদের সাবেক গুরুর টিপস পেল ভারত

  • নিউজরুম এডিটর
  • ০৬:০৮ পিএম | ০১ জানুয়ারি, ২০২৪

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে পাত্তাই পায়নি ভারত। হেরেছে ইনিংস ব্যবধানে। এমন লজ্জাজনক হারের পর শেষ টেস্ট জিতে সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা। সেই লক্ষ্যেই আগামী ৩ জানুয়ারি কেপটাউনে মাঠে নামবে ভারত। তবে তার আগে এই উইকেট সম্পর্কে তাদের সতর্কই করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মতে, এখানে উইকেট তুলতে আরও অনেক বেশি সৃজনশীল হবে হবে ভারতীয় পেসারদের।

ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মোট ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে। যেখানে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৩৩০ ও ২৭২টি। দক্ষিণ আফ্রিকার উইকেট তার কাছে হাতের তালুর মতোই স্পষ্ট।

প্রথম ম্যাচে পেসারদের ছন্নছাড়া পারফরম্যান্সের পর তাই এমন একজনের দেখা পেয়ে টিপস নেওয়ার চেষ্টা করাটাই স্বাভাবিক। অবশ্য ভারতকে নিরাশ করেননি তাসকিন-শরিফুলদের সাবেক এই গুরু। ভারতীয় বোলারদের জন্য ফ্রিতেই টিপস দিয়েছেন নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে। জানিয়ে দিয়েছেন ঠিক কোথায় বল ফেলতে হবে ভারতীয় পেসারদের।

ডোনাল্ড বলেন, ‘প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা তাদের কন্ডিশন খুব ভালো কাজে লাগিয়েছে। বোলাররা পিচে ৫ থেকে ৫.৫ মিটার লেন্থে বল করেছে এবং সাফল্য পেয়েছে। এই কাজটাই ভারতীয় বোলাররা ঠিকভাবে করতে পারেনি। দক্ষিণ আফ্রিকায় পিচের সাহায্য নিয়ে বল করতে হয়। তাতে অনেক বেশি সাফল্য পাওয়া যায়। তাছাড়া ভারতের চেয়ে প্রোটিয়ারা উইকেট তোলায় অনেক বেশি ধৈর্য দেখিয়েছে। ভারতকেও ধৈর্য ধরে বল করে যেতে হবে।’

কেপটাউনের উইকেটে সাফল্য পেতে কি করতে হবে সেটাও ভারতীয়দের জানিয়েছেন ডোনাল্ড। তার মতে, ‘কেপটাউনে উইকেট পেতে ভারতীয় পেসারদের আরও সৃজনশীল হতে হবে। কারণ এখানকার উইকেটগুলি অনেক বেশি ফ্ল্যাট। এই উইকেটে কঠিন পরীক্ষা দিতে হবে ভারতকে। নতুন বলে বেশি জোর দিতে হবে। কারণ ঐতিহ্যগতভাবে নিউল্যান্ডস জুড়ে দক্ষিণ-পশ্চিমা বাতাস বয়ে যায়। ফলে শুকনা পিচে উইকেট তুলতে আপনাকে বাড়তি শ্রম দিতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না।’

খেলার দুনিয়া | ফলো করুন :