এক নজরে ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

এক নজরে ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪-এ পা রেখেছে বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটে ২০২৩ সালে প্রাপ্তি আর অপূর্ণতা প্রায় সমানে-সমান। বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপে ভালো না করায় ব্যর্থতার পাল্লা একটু ভারী বোধ হওয়া স্বাভাবিক। কিন্তু টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য ভিন্ন গল্প বলে। আর বছরের শেষদিকে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি জয় বছরের শেষটা সুন্দর করেছে।

২০২৩ এর খেরোখাতাকে একপাশে রেখে এবার নতুন যাত্রা শুরুর পালা। ২০২৪ সালে ক্রিকেট মাঠে বাংলাদেশের ব্যস্ততা বাড়বে। এই বছরে ১৪ টেস্ট, ৯ ওয়ানডে আর প্রায় ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

নতুন এই যাত্রার শুরুটা হবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশের যুবারা অংশ নেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। গত মাসে যুব এশিয়া কাপ জেতা দলটাকে নিয়ে এবার প্রত্যাশা আকাশচুম্বী। তারা কি পারবে ২০২০ যুব বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে। আকবর আলীর নেতৃত্বে সেবার প্রথম যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে দ্বিতীয় যুব বিশ্বকাপের সন্ধানে নামবে যুবারা।

যুব বিশ্বকাপ যেদিন শুরু হবে সেই ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলও। বিপিএলের জন্য পিছিয়ে যাওয়া শ্রীলঙ্কার বাংলাদেশ সফর মার্চে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে লঙ্কানদের। একই সময়ে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও। নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা।

শ্রীলঙ্কার পর শান্তদের সঙ্গে খেলতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে দলও। এই সিরিজে দুই টেস্ট এবং পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। নেই কোনো ওয়ানডে। মে মাস বিরতি দিয়ে জুনে আবার মাঠে নামতে হবে জাতীয় দলকে। যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। সেখানে অন্তত চারটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন নাজমুল হোসেন শান্তরা। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডগুলোতে যেতে পারলে বাড়বে ম্যাচের সংখ্যা।

বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সে সিরিজটি বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। তবে আফগানিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না হওয়ায় সিরিজটি কোথায় হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আগস্ট এবং সেপ্টেম্বরে যথাক্রমে পাকিস্তান এবং ভারত সফর করবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শুধু দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, আর ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি।

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে অক্টোবরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৪ সালটা শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। নভেম্বর-ডিসেম্বরে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবেন শান্তরা।

সম্পর্কিত খবর